এই প্রথমবার একই ফ্রেমে আগুন ধরালেন টলিউড ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। কখনও রঙিন আবার কখনও বসন্তের মত হলুদ পোশাকে স্নিগ্ধতা ছড়াচ্ছেন দু’জনে।
সম্প্রতি একটি ফটোশুটের ফ্রেমে একই সঙ্গে ধরা দিয়েছেন জয়া হাসান ও স্বস্তিকা মুখার্জী। একটি কভার শুট উপলক্ষেই একসঙ্গে দেখা গেছে তাঁদের।
জয়া হাসান যদিও বর্তমানে দুই বাংলাতেই সমানতালে অভিনয় করে চলেছেন। প্রায় এক দশক ধরে টলি পাড়ায় যাতায়াত হলেও এই সময়ে বেশ কিছু সিনেমায় অভিনয় করে সুনাম কুড়িয়েছেন। সঙ্গে ঝুলি ভরেছেন পুরস্কারেও।
জয়ার এই দৌড়ে অন্যতম প্রতিদ্বন্দ্বী বলা যায় স্বস্তিকা মুখার্জীকে। যিনি আরও অনেক আগে থেকেই টলিউডে প্রতিষ্ঠিত। গ্ল্যামার ও ফ্যাশনের জগতে তিনি সবসময়ই সেরার সেরা হিসাবে নির্বাচিত হন।
এই ফটোশুটের ব্যাপারে স্বস্তিকা জানালেন, ’আমরা কেবলমাত্র একটি ফটোশুটই করেছি আমরা। তবে, আশা করব প্রযোজক এবং পরিচালকদের ঘুম খুব শিগগিরিই ভাঙবে। আমি ও জয়া একসঙ্গে সুযোগ পাবো কাজ করার।‘
একদিকে, যেমন জয়ার বয়স কমছে তেমনই স্বস্তিকাও যেন কম যান না। অভিনেত্রীর মতো হতে চান অনেকেই। আবার কেউ কেউ, স্বস্তিকার রূপে এবং গুণে সবেতেই মুগ্ধ। দুই বাংলার দুই অভিনেত্রীর অনুরাগী কিন্তু দুই দেশজুড়ে সমানভাবে রয়েছে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us