২০১৯ সাল। ছোট পর্দায় জুটি বাঁধা সেই দেবচন্দ্রিমা সিংহ রায় এবং রিজওয়ান রাব্বানি শেখকে মনে আছে নিশ্চই। ধারাবাহিকের নাম ‘সাঁঝের বাতি’। চারু-আর্যর গল্প ফুরিয়ে গেলেও নতুন রসায়ন তৈরি করছেন দু’জনে। সিরিয়াল শেষ হলেও থেকে গেছে বন্ধুত্ব যা সময়ের সঙ্গে আরও গাড় হয়েছে আগের থেকে।
এই সিরিয়ালে তাঁদের মিষ্টি জুটিটাকে দারুন পছন্দ করেছিলেন দর্শক। সিরিয়াল চলাকালীনই শোনা গিয়েছিল একে অপরের সাথে প্রেম চুটিয়ে প্রেম করছেন রিজওয়ান-দেবচন্দ্রিমা। কিন্তু শুরু থেকেই নিজেদেরকে কেবলমাত্র ভালো বন্ধু বলেই দাবি করে এসেছেন রিজওয়ান দেবচন্দ্রিমা।
যদিও শোনা গেছিল রিজওয়ানের সাথে সম্পর্কের কারণেই না কি দেবচন্দ্রিমার সাথে সম্পর্ক ভেঙে গেছিল তাঁর প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদকের সম্পর্ক। প্রসঙ্গত গত ২৯ মার্চ ছিল অভিনেত্রীর জন্মদিন। আর এই জন্মদিনেই প্রিয় সহ অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছিলেন রিজওয়ান।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রিজওয়ান লিখেছেন ‘শুভ জন্মদিন দেবচন্দ্রিমা। তোমার সব স্বপ্ন সফল হোক’। উত্তরে কমেন্ট করে ভালোবাসা জানাতে ভোলেননি অভিনেত্রীও।
সেই ছবি দেখেই চোখ আটকিয়েছে নেটিজেনদের। তাঁদের এই ছবি দেখার পরে নেটবাসীদের কাছে পুরো স্পষ্ট টলিপাড়ার ছোট পর্দার এই জুটি চুটিয়ে প্রেম করছেন।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন