একটা সময়ে বাংলা টেলিভিশনে জনিপ্রিয় সিরিয়াল ছিল ‘ভুতু’। এই চরিত্রে অভিনয় করেছিলেন আর্শিয়া মুখার্জী। চরিত্রটি ছিল একটি মিষ্টি ভুতুর। যে চরিত্রে অভিনয় করে ছোট্ট ভুতু অনেক জনিপ্রিয়তা অর্জন করেছে। তাঁর অভিনয়ে মেতেছিল আট থেকে আশি। আজও দর্শকের মনে জায়গা করে আছে সেই শিশু শিল্পী আর্শিয়া।
মানুষ ভূতুকে এতোটাই পছন্দ করেছিলো যে, ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর লকডাউনে ভুতুকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানিয়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষের কাছে। এছাড়া হিন্দি ভাষাতেও শুট করা হয় ধারাবাহিকটি। সেখানেও অভিনয় করেছিলেন আর্শিয়াই।
সূত্রের খবর, ‘রক্তরহস্য’ -র পরিচালক সৌকর্য্য ঘোষালের আসন্ন ছবিতে জয়া আহসানের ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন। এছাড়া এর আগে, তাকে দেখা গেছে ‘ককপিট’ সিনেমায়।
প্রসঙ্গত, আর্শিয়া নিজেও চাননা কোনো শিশু চরিত্রে অভিনয় করতে। তিনি এইবার একটু ওজনদার চরিত্রে অভিনয় করতে চান।
এখন আর্শিয়া কি করছেন? বর্তমানে তিনি আর সেই ছোট্টটি নেই, তবে এমন কোনও বড়ও হননি। সপ্তম শ্রেণীর ছাত্রী আর্শিয়া। পড়াশুনোর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ ভুতু। এখন তাকে দেখলে চেনার উপায় নেই।সেই ছোট্ট মিষ্টি ভুতু এখন অনেকটা বড় হয়ে গিয়েছে।শুধু বড় নয়, বেশ সুন্দরীও হয়েছে সে।
সোশ্যাল মিডিয়াতে আর্শিয়ার প্রোফাইলে চোখ রাখলে দেখা যাবে সে কতটা স্টাইলিশ। সেই মিষ্টি ভুতু এখন কিশোরী থেকে একটু একটু করে যুবতী হয়ে উঠছে, তাই তার আবদারের ধারারও পরিবর্তন হয়েছে। তাছাড়া তার দিদি অদ্রিজাও টেলি দুনিয়ার এক জনপ্রিয় মুখ। দুই বোনেই বেশ ভালোই সক্রিয় থাকেন সোশ্যাল মিডিয়ায়।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।