লভ রঞ্জনের ছবির নাম বাছাই পর্ব একেবারে ভিন্ন ধরনের। সেই ধারা বজায় রইল তাঁর আগামী ছবির ক্ষেত্রেও। লভ রঞ্জনের ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির মুক্তি আসন্ন।
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কপূর ও শ্রদ্ধা কপূর। এই প্রজন্মের দুই তরুণ-তরুণীর প্রেমের গল্পে চিত্রনাট্য বেঁধেছেন পরিচালক।
প্রীতমের সঙ্গীত পরিচালনায় ও অমিতাভ ভট্টাচার্যের লিরিক্সে এই নতুন জুটির মজার রসায়ন বেশ নজর কেড়েছে দর্শকদের। নেপথ্যে দুই তারকার কণ্ঠে নিজেদের চরিত্রের পরিচয় শোনা যাচ্ছে।
ছবি মুক্তির তারিখ কবে করবেন এই ব্যাপারে ধন্ধে পড়েছিলেন নির্মাতারা।
শোনা যাচ্ছে, দোল উৎসবকে কাজে লাগিয়ে ব্যবসা টানতে চাইছেন নির্মাতারা। মূলত সেই কারণেই নাকি ছবি মুক্তির দিন পরিবর্তনের সিদ্ধান্ত।
রাজস্থানের মতো কিছু রাজ্যে ৮ মার্চ হোলি উদযাপিত হয়। আবার বেশ কয়েকটি জায়গা রঙের উৎসবের উদযাপন শুরু হবে তার এক দিন আগে অর্থাৎ ৭ মার্চ থেকেই। ছবির নির্মাতারা তাই এক দিন আগে থেকে প্রেক্ষাগৃহে দর্শক টানতে চাইছেন। তবে কোন তারিখে মুক্তি পাচ্ছে ছবি। অবশেষ স্থির করা হয়েছে ৮ মার্চ ছবি মুক্তি পাচ্ছে।
ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।