মধ্য কলকাতার ওয়েলিংটনের একটি ভাড়া বাড়ি থেকে রবিবার সন্ধ্যায় উদ্ধার হল জনপ্রিয় বেসিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের ঝুলন্ত দেহ। ৪৮ বছর বয়সি এই সঙ্গীতশিল্পী বাংলা ব্যান্ড ফসিলসের প্রাক্তন সদস্য ছিলেন। এছাড়াও তিনি গোলক এবং জ়ম্ব কেজ কন্ট্রোল নামক ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন।
চন্দ্রমৌলি বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন। রবিবার তাঁর বাবা-মা একটি অনুষ্ঠানে ছিলেন। তাঁদের অনুপস্থিতিতে এই চরম পদক্ষেপ করেন তিনি। প্রথমে শিল্পীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর ব্যান্ডের সহ-সদস্য মহুল চক্রবর্তী। তিনিই স্থানীয় থানায় খবর দেন।
দীর্ঘ ১৮ বছরের ফসিলস-সফর
২০০০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ফসিলস ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। এই দীর্ঘ সময়কালে তাঁর বাজনার ছন্দ ফসিলসের ভক্তদের হৃদয়ে আলাদা জায়গা করে নেয়। রবিবারই কল্যাণীতে একটি অনুষ্ঠান ছিল ফসিলসের। সেই মুহূর্তে এই দুঃসংবাদ ছড়িয়ে পড়ে।
সমাজমাধ্যমে শোকের ছায়া
ঘটনার আগের দিনই নিজের প্রোফাইল ছবি পরিবর্তন করেছিলেন প্রয়াত সঙ্গীতশিল্পী। তাঁর অকাল প্রয়াণে ব্যান্ডের সহকর্মী, অনুরাগী এবং সঙ্গীত জগতের পরিচিতরা শোক প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন অনেকে।