রাতের ঘুম কাড়তে যে তিনি পুরোপুরি সিদ্ধহস্ত তা সকলেই জানেন। ফের সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ হট অবতারের ছবি শেয়ার করে ভক্তদের মনে ধুকপুকানি বাড়িয়ে দিলেন উর্ফি জাভেদ।
শরীরে যে অন্তর্বাস রাখতে মোটেই পছন্দ করেন না উর্ফি জাভেদ। তাই বেশির ভাগ সময়েই অন্তর্বাস না পরেই প্রকাশ্যে পাপারাৎজির ক্যামেরায় পোজ দিতে চলে আসেন ইন্টারনেট সেনসেশন উর্ফি জাভেদ । আর এ বারও তার অন্যথা হল না। অন্তর্বাস না পরেই ফের নয়া স্টাইল স্টেটমেন্টে তিনি ঝড় তুললেন।
অন্তর্বাস ছাড়াই রাস্তায় বেরিয়ে শোরগোল ফেলে দিলেন উর্ফি পায়ে প্লাস্টিক জড়াতেই ধেয়ে এল কটাক্ষ। অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য একাধিকবার চরম কটাক্ষের মুখে পড়েছেন তিনি।
বুকের সামনের দিকটা পুরোটাই খোলা। প্লাস্টিকের উপর দিয়ে বেরিয়ে রয়েছে নিতম্বের একাংশ। মনোকিনি স্টাইলের ড্রেস, তার সঙ্গে হাই হিল সাদ জুতো পরে সোশ্যাল মিডিয়ার অ্যাটেনশন কেড়ে নিয়েছেন উর্ফি ।
তবে যে যা-ই বলুক, উরফি কিন্তু সমালোচনার ধার ধারেন না। চেনা ছকের বাইরে বেরিয়ে এসে নিজেকে নিজের মনের মতো পোশাকে সাজিয়ে তোলেন অভিনেত্রী। তার মতে তিনি এইসব পোশাক পরে স্বচ্ছন্দবোধ করেন তাই তিনি এমন পোশাক পরেন। লোকে কী বলল তাতে কিছুই এসে যায় না।
ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।
বিজ্ঞাপন