বলি পাড়ায় যেন সবসময় তিনি খবরের শিরোনামে। কোনও না কান্ড যে ঘটিয়েই চলেন তিনি। প্যাপেরাও পিছু ছাড়তে নারাজ।
তাঁর কর্মকান্ডের জন্য কটাক্ষের স্বীকার কম হতে হয় না। কিন্তু তাতে কী?
তবে এইবার যে করলেন, তা শুনে যেন আঁতকে ওঠার জোগাড়। শেষে কিনা শরীরে সুতোটুকুও রাখতে পারেছেন না।
বলিউডের ভাইরাল কুইন উরফি জাভেদের দাবি, ‘’শীতে আমি উলের জামাকাপড় পরেছিলাম। পা ঢেকেছিলাম। আর তারপরেই এই ধরনের অ্যালার্জি হয়েছে। লম্বা পোশাক পরলেই এই ধরনের অ্যালার্জি হয় তাঁর। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেন ছোট পোশাক পরি। এই কারণেই আমি বেশি পোশাক পরি না। বেশি পোশাক পরলে এই ধরনের অবস্থা হয় আমার। সেই কারণেই নগ্ন থাকতে আমি পছন্দ করি।”
কয়েকদিন আগে এমন পোশাক পরে হাজির হয়েছিলেন সমুদ্র সৈকতে। পোস্ট দেখামাত্রই ভক্তদের চক্ষু চড়ক গাছ। কেউ কেউ বললেন উরফির কি তবে পোশাক সম্পর্কে ধারণাটাই পাল্টে গিয়েছে? কোথায় কী পড়তে হয়, তা কি তিনি ভুলে বসেছেন।
তাঁর এই ধরণের কর্মকান্ডে নেটিজিনরা উদ্বিগ্ন হলেও তিনি এইসব ব্যাপারে বেশি মাথা ঘামাতে পছন্দ করেন না।
ছবি সৌজন্যে- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।