কলকাতা: উত্তুরে হাওয়ার দাপটে কনকনে ঠান্ডা। কাঁপছে গোটা রাজ্য। শনিবার কলকাতায় তাপমাত্রা পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হলেও শীতের দাপট কমেনি। আবহাওয়া দফতর বলছে, আরও নীচে নামবে পারদ। রাজ্যের ৫ জেলায় শৈত্যপ্রবাহ চলার পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।
শুক্রবার ছিল এই মরশুমের শীতলতম দিন। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। ছবি: রাজীব বসু
কনকনে ঠাণ্ডার দাপট কমেনি। সকাল থেকেই বয়েছে উত্তুরে হাওয়া। যার জেরে সপ্তাহান্তে জাঁকিয়ে শীত থাকবে। কনকনে ঠান্ডার ভাব বজায় থাকবে আরও তিন দিন। ছবি: রাজীব বসু
জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের মধ্যে শনিবার পুরুলিয়ায় সবচেয়ে কম তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের এই জেলায় পারদ নেমেছে ৭ ডিগ্রি। ছবি: রাজীব বসু
দার্জিলিংয়েও নিম্নমুখী পারদ। বর্ধমান জেলায় শনিবার তাপমাত্রা পারদ নেমেছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে। ছবি: রাজীব বসু
রাজ্যের পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ চলার পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস। এই জেলাগুলি হল পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। এই জেলাগুলির বাসিন্দাদের আলাদা করে সতর্ক করা হয়েছে। ছবি: রাজীব বসু
বিজ্ঞাপন