খোলামেলা বা অদ্ভুত পোশাক পরে নানা কান্ড ঘটান অভিনেত্রী বা ভাইরাল উর্ফি জাভেদ। এইসব কারণের জন্য প্রায়ই ট্রোলের শিকার হন তিনি। তবে এইবার খবরের হেডলাইনে এসেছেন ভিন্ন কারণে। গুঞ্জন উঠছে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।
বেশকিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন উর্ফি জাভেদ। ছবিতে টেবিলের উপর রাখা একটি প্ল্যাকার্ডে লেখা রয়েছে, ‘সে হ্যাঁ বলে দিয়েছে’। পাশে রাখা রয়েছে একটি ফুলের তোরা। ছবি দেখে ভক্তরা অনুমান করছেন, তবে কি এইবার সত্যিই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন উর্ফি।
কিন্তু আবারও উর্ফির একটি ছবি ভাইরাল নেটদুনিয়ায়। যেখানে তাঁকে দেখা যাচ্ছে এক যুবকের সঙ্গে বসে আছে। সামনে যজ্ঞকুণ্ড, আর তাতে আগুন জ্বলছে। পুরোহিত মন্ত্র বলে চলেছেন। মাথায় ঘোমটা দেওয়া উরফির হাত অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির হাতে। তাতে প্রথমে ফুল, পরে লাল রঙের কিছু একটা দেখা যাচ্ছে। তাতেই মনে করা হচ্ছে, ছোট্ট ওই লাল বাক্সটি আসলে উপহারের বক্স, যা দিয়ে ঘরোয়া ভাবেই চুপিসাড়ে রোকা সেরে ফেলেছেন উর্ফি।
তবে কোনও ছবিতেই ওই পুরুষের মুখ দেখা যাচ্ছে না। একটিতে ভালোবাসার ইমোজি দিয়ে ঢাকা তার মুখ। আর অন্য ছবিতে মুখটি অস্পষ্ট করা।
ভাইরাল হওয়া ছবি দেখে নেটিজেনদের মনে একই প্রশ্ন তবে কী জীবনের নতুন অধ্যায় শুরু করছেন উর্ফি। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি বিতর্কিত এই অভিনেত্রী।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন