খবরঅনলাইন ডেস্ক: পঞ্জিকামতে সোমবার দুপুর ২টো ৫৭ মিনিট গতে শুরু হয়েছে অমাবস্যা, চলবে মঙ্গলবার বিকেল ৪টে ২৬ মিনিট পর্যন্ত। তাই সোমবারই পালিত হচ্ছে বাঙালির কালীপুজো। যত রাত বাড়ছে, তত ধুম বাড়ছে কালীপুজো। কার্যত সারা রাতই চলবে কালীপুজো। একই সঙ্গে চলছে বাড়িতে বাড়িতে প্রদীপ= মোমবাতি জ্বালানো এবং আতসবাজি পোড়ানো। কালীপুজো আলোয় সেজেছে কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দির। কালীপুজোর দিন মহানগরীর কিছু ছবি ধরা পড়েছে রাজীব বসুর ক্যামেরায়।
ফাটাকেষ্টর কালীপুজো

উত্তর কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটের নবযুবক সংঘের কালীপুজো বললে হয়তো অনেকেই চিনতে পারবেন না। কিন্তু যদি বলা হয় ফাটাকেষ্টর পুজো, তা হলে সবাই চিনে ফেলবেন। এই কালীপুজোর বয়স ৬ দশকের বেশি।
সোমেন মিত্রের পুজো
ফাটাকেষ্টর পুজো বললেই আর-এক জনের নামে বিখ্যাত কালীপুজোর কথা মনে পড়ে যায়। তিনি কংগ্রেস, পরে তৃণমূল কংগ্রেস নেতা সোমেন মিত্র। আমহার্স্ট স্ট্রিটের সাধারণ শ্রী শ্রী কালীপুজো কমিটির পুজো সোমেন মিত্রের পুজো হিসাবে খ্যাত। এ বছর এই কালীপুজোর ৮৪ বছর।
ঢাকুরিয়ার দুটি পুজো
দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া অঞ্চলে বেশ ধুমধাম করে কালীপুজো হয়। এদের মধ্যে ঢাকুরিয়া তরুণ মহলের কালীপুজো যে সময়কার সেই সময়ে ঢাকুরিয়া কার্যত কলকাতার শহরতলি ছিল। এই পুজোর এবার ৮১ বছর।
ঢাকুরিয়া যুবতীর্থ ক্লাবের কালীপুজো ৫২ বছরের।
মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোও যথারীতি জমজমাট।
প্রতিবারের মতো এবারও মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির পুজোয় হাজির হন রাজ্য সরকারের আমলা-পুলিশকর্তা-মন্ত্রী-বিধায়ক-কাউন্সিলারেরা। টলিউডের তারকাও সেই তালিকা থেকে বাদ যাননি।
বিকালে লেক কালীবাড়িতে পুজো দিতে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ফুলের দরে আগুন
সোমবার শহরের ফুলের বাজারে ছিল ব্যাপক ভিড়।
ফুলের দাম ছিল আকাশছোঁয়া। বিশেষ করে, কালীপুজোর অন্যতম উপকরণ জবাফুলের মালা কিনতে গিয়ে বেশ বিপাকে পড়েছেন পুজো উদ্যোক্তারা।