Homeবিনোদনপ্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার

প্রকাশিত

দেশপ্রেম সংক্রান্ত চলচ্চিত্রের আইকন বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার মারা গেলেন। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শুক্রবার ভোর ৩:৩০-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদযন্ত্রের জটিলতা ছিল মূল কারণ, পাশাপাশি ডিকম্পেনসেটেড লিভার সিরোসিসও মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেছে হাসপাতাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়া এক্স (পূর্বে টুইটার) -এ তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেন। দুইটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “ভারতীয় চলচ্চিত্রের এক কিংবদন্তি ছিলেন মনোজ কুমার। দেশপ্রেমের আবেগে পরিপূর্ণ তাঁর কাজ আমাদের জাতীয় গর্বের সঞ্চার করেছে। তাঁর পরিবার ও গুণমুগ্ধদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।”

মনোজ কুমারের ছেলে কুনাল গোস্বামী জানান, দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর কথায়, “ঈশ্বরের কৃপায় শান্তিতে বিদায় নিয়েছেন বাবা। আগামীকাল সকালে তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হবে।”

সিনেমা জগতে মনোজ কুমার

১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের অ্যাবোটাবাদে (বর্তমান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া) জন্মগ্রহণ করেন মনোজ কুমার। আসল নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী।

১৯৫৭ সালে বলিউডে অভিষেক হয় ‘Fashion’ ছবির মাধ্যমে। এরপর ১৯৬১ সালে ‘Kanch Ki Gudiya’ ছবিতে সায়িদা খানের বিপরীতে অভিনয় করে পরিচিতি পান। ১৯৬৫ সালে ‘Gumnaam’ মুক্তি পায়, যা ছিল বছরের অন্যতম ব্যবসাসফল ছবি।

দেশপ্রেমের প্রতীক ‘ভারত কুমার’

স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং-এর জীবনীভিত্তিক ছবি ‘Shaheed’ (১৯৬৫) তাঁকে বিপুল জনপ্রিয়তা দেয়। এরপর ‘Purab Aur Pachhim’ (১৯৭০) এবং ‘Kranti’ (১৯৮১) ছবিতে তাঁর দেশপ্রেমমূলক অভিনয় তাঁকে ‘ভারত কুমার’ উপাধি দেয়। এছাড়া ‘Shor’ (১৯৭২) ছবিতে অভিনয় ও পরিচালনা করেন।

পুরস্কার ও সম্মান

  • ১৯৭৫ সালে ‘Roti Kapada Aur Makaan’ ছবির জন্য ফিল্মফেয়ার সেরা পরিচালক পুরস্কার।
  • ১৯৯২ সালে ‘পদ্মশ্রী’ সম্মান।
  • ১৯৯৯ সালে ‘Filmfare Lifetime Achievement Award’।
  • ২০১৫ সালে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার।

রাজনৈতিক জীবন

২০০৪ সালের সাধারণ নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মনোজ কুমার।

শোকের ছায়া

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মনোজ কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, “দেশপ্রেমের সুরে ভরা তাঁর ছবি আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। ‘উপকার’ ও ‘পুরব অউর পশিম’-এর মতো ছবিতে তাঁর অনবদ্য অভিনয় চিরকাল মনে রাখবে দেশবাসী। ওম শান্তি।”

চলচ্চিত্র জগতের এক অমলিন নক্ষত্র আজ নিভে গেল। তাঁর দেশপ্রেমমূলক কাজ যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

আরও পড়ুন

₹৮০০ কোটির মাইলফলক ছুঁয়ে ইতিহাসে ‘ধুরন্ধর’, বলিউডে নতুন রেকর্ড

রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ মুক্তির মাত্র ৩০ দিনের মধ্যে ভারতীয় বক্স অফিসে ₹৮০০ কোটির মাইলফলক ছুঁয়ে ইতিহাস তৈরি করল। বলিউডে এই নজির প্রথম।

ধর্মেন্দ্র, জুবিন গার্গ, মনোজ কুমার, সুলক্ষণা পণ্ডিত – ২০২৫ সালে আর কোন বিনোদনতারকাকে হারাল ভারত

খবর অনলাইন ডেস্ক: ২০২৫ সাল ভারতীয় বিনোদনজগতের জন্য এক গভীর শোকের বছর হয়ে রইল।...

‘ব্যাটলশিপ পোটেমকিন’-সহ ১৯ ছবিতে ছাড়পত্রে না কেন্দ্রের, আইএফএফকে-তে প্রদর্শনের নির্দেশ কেরল সরকারের

খবর অনলাইন ডেস্ক: কেরল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফকে) প্রদর্শনের জন্য ১৯টি ছবিকে সেন্সর ছাড়...