Homeবিনোদনপ্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার

প্রকাশিত

দেশপ্রেম সংক্রান্ত চলচ্চিত্রের আইকন বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার মারা গেলেন। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শুক্রবার ভোর ৩:৩০-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদযন্ত্রের জটিলতা ছিল মূল কারণ, পাশাপাশি ডিকম্পেনসেটেড লিভার সিরোসিসও মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেছে হাসপাতাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়া এক্স (পূর্বে টুইটার) -এ তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেন। দুইটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “ভারতীয় চলচ্চিত্রের এক কিংবদন্তি ছিলেন মনোজ কুমার। দেশপ্রেমের আবেগে পরিপূর্ণ তাঁর কাজ আমাদের জাতীয় গর্বের সঞ্চার করেছে। তাঁর পরিবার ও গুণমুগ্ধদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।”

মনোজ কুমারের ছেলে কুনাল গোস্বামী জানান, দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর কথায়, “ঈশ্বরের কৃপায় শান্তিতে বিদায় নিয়েছেন বাবা। আগামীকাল সকালে তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হবে।”

সিনেমা জগতে মনোজ কুমার

১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের অ্যাবোটাবাদে (বর্তমান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া) জন্মগ্রহণ করেন মনোজ কুমার। আসল নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী।

১৯৫৭ সালে বলিউডে অভিষেক হয় ‘Fashion’ ছবির মাধ্যমে। এরপর ১৯৬১ সালে ‘Kanch Ki Gudiya’ ছবিতে সায়িদা খানের বিপরীতে অভিনয় করে পরিচিতি পান। ১৯৬৫ সালে ‘Gumnaam’ মুক্তি পায়, যা ছিল বছরের অন্যতম ব্যবসাসফল ছবি।

দেশপ্রেমের প্রতীক ‘ভারত কুমার’

স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং-এর জীবনীভিত্তিক ছবি ‘Shaheed’ (১৯৬৫) তাঁকে বিপুল জনপ্রিয়তা দেয়। এরপর ‘Purab Aur Pachhim’ (১৯৭০) এবং ‘Kranti’ (১৯৮১) ছবিতে তাঁর দেশপ্রেমমূলক অভিনয় তাঁকে ‘ভারত কুমার’ উপাধি দেয়। এছাড়া ‘Shor’ (১৯৭২) ছবিতে অভিনয় ও পরিচালনা করেন।

পুরস্কার ও সম্মান

  • ১৯৭৫ সালে ‘Roti Kapada Aur Makaan’ ছবির জন্য ফিল্মফেয়ার সেরা পরিচালক পুরস্কার।
  • ১৯৯২ সালে ‘পদ্মশ্রী’ সম্মান।
  • ১৯৯৯ সালে ‘Filmfare Lifetime Achievement Award’।
  • ২০১৫ সালে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার।

রাজনৈতিক জীবন

২০০৪ সালের সাধারণ নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মনোজ কুমার।

শোকের ছায়া

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মনোজ কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, “দেশপ্রেমের সুরে ভরা তাঁর ছবি আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। ‘উপকার’ ও ‘পুরব অউর পশিম’-এর মতো ছবিতে তাঁর অনবদ্য অভিনয় চিরকাল মনে রাখবে দেশবাসী। ওম শান্তি।”

চলচ্চিত্র জগতের এক অমলিন নক্ষত্র আজ নিভে গেল। তাঁর দেশপ্রেমমূলক কাজ যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

আরও পড়ুন

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...