বিয়ের পর থেকে নিজেকে বেশ গুটিয়ে নিয়েছেন ক্যাটরিনা কাইফ। বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রীকে বর্তমানে ক্যামেরার সামনে সবসময় দেখা যায় না বললেই চলে।
ক্যাটরিনা বড় হয়েছেন তিনি বিদেশে, তাই ধ্যান-ধারণা সংস্কার সবটাই রয়েছে তার রক্তে। তার ঘর, তার পরিবার, তার আদব-কায়দায়, তার ছাপ থাকবে না সে কি হয়।
তাই শ্বশুরবাড়িতে গিয়ে নিজের সেইসব পূরণের ইচ্ছে প্রকাশ করেছিলেন ক্যাটরিনা। জানিয়েছিলেন তিনি বাড়িতেই একটি বার তৈরি করতে চান। তবে ভিকি কৌশলের পরিবার বেশ সাবেকি মানসিকতার।
এক সাক্ষাৎকারে ভিকি নিজেই জানান, একবার ক্যাটরিনা একটি পানশালা ফার্নিচার কিনতে চেয়েছিল তার বাড়ির জন্য। কিন্তু ভিকি তা কিনে দিতে পারেননি। কারণ একটাই, বারের দাম বেশ ব্যায়সাপেক্ষ।
ভিকির কথায় যা দাম তা তার একটি ছবির পারিশ্রমিক। তিনি ক্যাটকে বলেছিলেন না, তিনি পারবেন না। বদলে তিনি টাই পরে দাঁড়িয়ে নিজে ড্রিঙ্ক পরিবেশন করবেন।
যদিও তার এই কথায় বিন্দুমাত্র কিছু মনে করেননি ক্যাটরিনা বলেই জানান ভিকি। ক্যাটরিনা বেশ মানিয়ে নিয়েছেন ভিকি ও তার পরিবারের সঙ্গে। যৌথ পরিবারের আদব-কায়দা মানিয়ে নেওয়া একসঙ্গে থাকা সবটাই ধীরে ধীরে অভ্যেসে পরিণত হচ্ছে ক্যাটরিনার। ভিকির কথায় তিনি ধীরে ধীরে পাঞ্জাবি ও শেখাচ্ছেন তার স্ত্রীকে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন