মুম্বাইয়ের লাইমলাইট তাকে বিশেষ সুযোগ করে না দিলেও তিনি নিজেই নিজের জায়গা বানিয়ে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন হেন কেউ নেই যিনি উর্ফি জাভেদকে চেনেন না। তার পোশাকের ধরন ধারণ এতটাই আশ্চর্যজনক যেখানে একজন ডিজাইনার পর্যন্ত ফেল করে যাবেন। কখন কোন পোশাক কেটে কি তৈরি করে ফেলছেন ধরা মুশকিল।
শনিবার একটি ভিডিও আপলোড করেন উর্ফি। সেখানে প্রথমে তাঁকে একটি গাছের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তারপরই গাছের ছাল পরে ক্যামেরার সামনে পোজ দেন সোশ্যাল মিডিয়া সেনসেশন। আর ক্যাপশনে বিধিবদ্ধ সতর্কীকরণ হিসেবে লেখেন, ‘এই পোশাকটি তৈরি করতে কোনও গাছের ক্ষতি করা হয়নি।‘
উর্ফি’র এই সাজ দেখে স্তম্ভিত নেটদুনিয়া। কেউ কেউ তো তাঁকে পাগল বলে কটাক্ষ করতেও ছাড়েননি। এও বলেছেন কেউ কেউ যে তিনি নিজেই পাগল তাই ফলো করছেন উর্ফিকে। কেউ বলেছেন, একে দয়াকরে কেউ পাগলাগারদে রেখে আসুন। উর্ফি অবশ্য এই সবে থোড়াই কোনও কেয়ার করেন না।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন