মঞ্চে বিভিন্ন সময় বিভিন্ন বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তারকারা। তা আবার সামলেও ওঠেন। যেমনটা ঘটল বলিউড অভিনেতা ভিকি কৌশলের সাথে।
আইফার মঞ্চে স্ত্রী ক্যাটরিনা কাইফের ‘শিলা কি জাওয়ানি’ গানে নাচতে গিয়ে রাখি সাওয়ান্তের পোশাকে পা জড়িয়ে হোঁচট খেলেন ভিকি।
নেটমাধ্যমে একটি ভিডিও ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, মঞ্চে চলছে ভিকি ঘরনির সুপার হিট গান ‘শিলা কি জওয়ানি’। একেবারে সামনেই দাঁড়িয়ে ভিকি-সারা, তাদের সঙ্গেই ছিলেন রাখি।
Rakhi just knocked Vicky over while dancing to sheila ki jawani 😭🙏🏻 pic.twitter.com/Upe806OAc0
— celina ❦ (@bollyvfx1) May 27, 2023
গানের তালে নাচতে গিয়ে ধাক্কা লেগে যায়, রাখির পোশাকে পা জড়িয়ে যায় অভিনেতার। যদিও পড়তে পড়তে সামলে নেন নিজেকে।
আবুধাবিতে যাওয়ার পর থেকেই একের পর এক ঘটনা ঘটছে ভিকির সঙ্গে। কখনও সলমন খানের নিরাপত্তারক্ষীরা ধাক্কা দিচ্ছেন তাকে, কখনো আবার নাচতে গিয়ে নিজেই পড়ে যাচ্ছেন। তবে সব ঝামেলা মিটিয়ে ভালোভাবেই মুম্বাই ফিরেছেন অভিনেতা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা আলি খানও। তিনিও কিছুটা অপ্রস্তুত হয়ে যান। এরপর তিন অভিনেতা অভিনেত্রী মজার ছলেই গোটা বিষয়টাকে সামলান। শুধু ভিকি নন, সারা আলি খানও পোস্ট করেছেন রাখীর সঙ্গে নাচের একটি ভিডিও। দুজনেই লাল পোশাক পরে ‘বেবি তুঝে পাপ লাগেগা’-র তালে নাচেন।
আগামীতে ভিকি কৌশলকে দেখা যাবে লক্ষ্মণ উতেকর পরিচালিত ‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সারা আলি খান। শুক্রবার ২ জুন মুক্তি পাবে ছবিটি।
ভিডিও- টুইটার
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন