Home বিনোদন টেলিভিশনের মাধ্যমেই সামাজিক চেতনা বৃদ্ধি করতে হবে: টেলি আকাদেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে...

টেলিভিশনের মাধ্যমেই সামাজিক চেতনা বৃদ্ধি করতে হবে: টেলি আকাদেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

অন্যান্য বছরের মতো এ বছরেও রাজ্য সরকারের তরফে ছোটোপর্দার শিল্পীদের হাতে তুলে দেওয়া হল বিশেষ সম্মান।

ভাষণ দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

খবর অনলাইন ডেস্ক: অন্যান্য বছরের মতো এ বছরেও রাজ্য সরকারের তরফে ছোটোপর্দার শিল্পীদের হাতে তুলে দেওয়া হল বিশেষ সম্মান। বৃহস্পতিবার ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত হয়েছিল টেলি আকাদেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

‘সেরা জুটি’ পুরস্কার। ‘আজকের পরশুরাম’ ধারাবাহিকের ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহাকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সম্মানিত করা হল ছোটোপর্দার তারকা এবং ক্যামেরার নেপথ্যের কারিগরদের। অনুষ্ঠানমঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, “টেলিভিশন চ্যানেলের সবথেকে বড় দিক হোক মানবিক, সামাজিক চেতনা বৃদ্ধি।” মুখ্যমন্ত্রী বলেন, আমাদের বর্তমান প্রজন্মের কাছে ইতিহাস হয়তো ঠিকভাবে পৌঁছচ্ছে না। টেলিভিশনের মাধ্যমেই কখনও কখনও সামাজিক চেতনা বৃদ্ধি করতে হবে। আমাদের এই মাটিই যে স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, নবজাগরণের জন্ম দিয়েছে, সে কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই মাটি সোনার চেয়েও খাঁটি। তিনি সেই মাটিটাকে চেনানোর জন্য বলছেন।

‘সেরা জুটি’ পুরস্কার। ‘চিরসখা’ ধারাবাহিকের সুদীপ মুখোপাধ্যায় ও অপরাজিতা ঘোষকে।

অনুষ্ঠানে সিনে টেকনিশিয়ানস-এর কল্যাণ তহবিলে রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ টাকা দেওয়া হল। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের হাতে চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে পুরস্কারের পাশাপাশি বেশ কিছু পারফরম্যান্স পরিবেশিত হল।

প্রিয় জুটি থেকে শুরু করে নতুন মুখ, সেরা অভিনেতা, অভিনেত্রী, প্রিয় পরিবার-সহ মোট ৪১টি বিভাগে পুরস্কার দেওয়া হল। এ ছাড়াও নন-ফিকশন অনুষ্ঠানগুলির জন্যও আলাদা বিভাগ ছিল। সে ক্ষেত্রেও সম্মানিত করা হয়েছে নন ফিকশন শো-এর সঙ্গে যুক্ত পরিচালক, সঞ্চালক থেকে ক্যামেরার নেপথ্যে থাকা সকল কারিগরকে।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন।

সেরা জুটির পুরস্কার পেয়েছে তটিনী-পরশুরাম, স্বতন্ত্র-কমলিনী, ঝাঁপি-সৌরভ, লাজবন্তী-অনুভব, নিশা-উজি, এভি-কথা, নীল-লহরী। সেরা খলনায়িকার পুরস্কার পেয়েছেন ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিকে বৃন্দা চরিত্রের অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এবং ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে মোহনা চরিত্রের অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। প্রিয় মেয়ের পুরস্কার পেয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

প্রয়াত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়কে ‘মরণোত্তর সম্মান’ দেওয়া হয়। সেই সম্মান গ্রহণ করলেন তাঁর মেয়ে। জীবনকৃতি সম্মান পেলেন লীনা গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন অম্বরীশ ভট্টাচার্য এবং জুন মালিয়া।

ছবি: রাজীব বসু

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version