বিশ্ব শিশু দিবস উপলক্ষে আজ, ২০ নভেম্বর, নীল আলোয় সেজে উঠল কলকাতার একাধিক ঐতিহাসিক স্থাপনা। বিধানসভা ভবন, বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিল্ডিং, কলকাতা প্রেস ক্লাব এবং ইউনিসেফের কলকাতা কার্যালয়—সব জায়গাতেই নীল আলোকসজ্জা করে শিশুদের অধিকার ও আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
ইউনিসেফ জানিয়েছে, নীল আলোয় আলোকিত এই ভবনগুলোর মাধ্যমে শিশুদের নিরাপত্তা, সমান সুযোগ, শান্তি, মর্যাদা ও অন্তর্ভুক্তির অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্য রয়েছে। নীল আলো মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি করবে এবং শিশুদের জন্য আরও নিরাপদ ও সমানাধিকারের পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেবে বলে মন্তব্য করেছেন ইউনিসেফ পশ্চিমবঙ্গের প্রধান ডঃ মঞ্জুর হোসেন। তাঁর মতে, এই উদ্যোগ শিশুদের অধিকারকে পূর্ণ সম্ভাবনায় রক্ষা ও সম্মান করার আহ্বান জানায়।

এ বছর বিশ্ব শিশু দিবস উদযাপিত হচ্ছে ‘My Day. My Rights’ এবং ‘The Child in Me. My Promise to Children’ এই দুটি থিমকে কেন্দ্র করে। ইউনিসেফের বক্তব্য, এই উদ্যোগ প্রাপ্তবয়স্কদের নিজেদের শৈশবের স্মৃতি ফিরে দেখার সুযোগ তৈরি করে এবং শিশুদের প্রতি নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হতে উদ্বুদ্ধ করে।
এই উপলক্ষে ইউনিসেফ পশ্চিমবঙ্গ আজ কলকাতায় বিভিন্ন সিভিল সোসাইটি সংগঠনের সঙ্গে এক বৈঠক করেছে। সেখানে শিশুদের ভবিষ্যৎ উন্নয়ন, সেরা চর্চা বিনিময়, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন সংগঠনের কাজ সম্পর্কে জানার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়। ইউনিসেফের মতে, এই ফোরাম ভবিষ্যতে শিশু অধিকার রক্ষায় আরও সমন্বিত ও কার্যকর উদ্যোগ গড়ে তুলতে সাহায্য করবে।
বিশ্ব শিশু দিবসের এই বিশেষ দিনে কলকাতা তাই নীল আলোয় এক সুরক্ষিত, সমানাধিকার–সম্পন্ন শিশু–বান্ধব বিশ্বের বার্তা ছড়িয়ে দিল।