Home বিনোদন সারা আলি খানের ব্যাগে সবসময়ের সঙ্গী কী? প্রকাশ্যে এল ‘গ্যাসলাইট’ ছবি মুক্তির...

সারা আলি খানের ব্যাগে সবসময়ের সঙ্গী কী? প্রকাশ্যে এল ‘গ্যাসলাইট’ ছবি মুক্তির দিন

বলিউড অভিনেত্রী সারা আলি খান খুব কম সময়েই ইন্ডাস্ট্রিতে নিজের পাকাপাকি জায়গা করে নিয়েছেন। বলিউড অভিনেতা সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের কন্যা তিনি। তিনি ২০১৮ সালে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। জন্মসূত্রে তিনি পতৌদি পরিবারের সদস্য এবং মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের নাতনি। অভিনেত্রী প্রায় সময়েই খবরের শিরোনামে থাকেন।

কিন্তু তিনি যেখানেই যান না কেন, নিজের কাছে তাঁর দরকারি বেশ কয়েকটা জিনিস সবসময় তিনি রাখেন। সেই জিনিসগুলো তাঁর ব্যাগে না রাখলে একেবারেই চলে না।

সারা ব্যাগের মধ্যে সবসময় রাখেন পারফিউম, চুইংগামের প্যাকেট, আখরোট ও বাদামের বক্স, ইয়ার ফোন, ওয়ালেট, নোটবুক, চিরুনি, ট্যাম্পন, ডঙ্গেল লেন্স, ইয়ার রিং, ফোন, চার্জার, লিপবাম, টাইড পেন।

‘কেদারনাথ’ ছবি দিয়ে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বলিউডে ডেবিউ করে সকলের নজর কেড়েছিলেন সারা আলি খান। ২০২০ সালে লাভ আজ কাল ছবির জন্য সেভাবে দর্শকদের মন জিততে পারেননি সারা।  ‘কুলি নম্বর ১’ ছবি-তেও দর্শকদের প্রত্যাশা তিনি পূরণ করতে পারেননি। তবে আগের থেকে এখন অনেক বেশি কনফিডেন্ট সারা আলি খান। হাতে একগুচ্ছ ছবির কাজ রয়েছে সারা আলি খানের। ৩১ মার্চ থেকে ডিজনি প্লাস হটস্টারে ‘গ্যাসলাইট’ ছবিতে দেখা যাবে সারাকে।

এছাড়াও কানন আইয়ারের ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ ছবিতে দেখা যাবে সারা আলি খানকে। এছাড়াও ‘ড্রিম গার্ল ২’, ‘লুকাছুপি ২’-এর মতো ছবিতে দেখা যাবে সারা আলি খানকে।

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version