Home বিনোদন উরফির এটা কী অবস্থা, কী হল তাঁর সাথে?

উরফির এটা কী অবস্থা, কী হল তাঁর সাথে?

0

একেবারে লাস্যময়ী। বোল্ড লুকে যেন সবসময় বলে বলে ছক্কা মেরে চলেছে। কিন্তু হঠাৎ তার কী হল? এমন হল কেন চেহারার হাল।  

বলিউড ফ্যাশিনিস্তা উরফি জাভেদের সাথে হঠাৎ কী এমন ঘটল। ক্যামেরা দেখলেই যেন লুকিয়ে পালাতে পারলে বাঁচেন। মুখ ঢেকেছেন কালো মাস্কে।  

চোখের নীচে রয়েছে গভীর ক্ষত, মুখ একেবারে ফুলে আলু হয়ে গেছে। তাহলে কি কোনও কারণে বাকবিতন্ডায় তিনি জড়িয়ে পড়েছেন। সেইকারণেই তাঁর চেহারার এই অবস্থা। নেটিজেনরা তাঁর এইরকম অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কেউই বুঝতে পারছেন না কী হয়েছে তাঁর সাথে।

তিনি যাই করেন, তা নিয়ে বিতর্কের জল বহুদূর পর্যন্ত গড়ায়। তাই সব জল্পনা ও বিতর্কের সমাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি নিজেই জানিয়েছিলেন। তবে সেই স্টোরি সোশ্যাল মিডিয়ায় থাকার একটা সময়-সীমা থাকে। প্রায় বেশিরভাগ নেটমহলের দর্শকরা সেই স্টোরি হয়ত দেখে উঠতে পারেন নি।

তাই সব জল্পনা ও বিতর্কের সমাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, ‘’ডার্ক সার্কেল রিমুভ করার জন্য আন্ডার আই ফিলারের উপর ভরসা করেছিলেন। আর ওই সিদ্ধান্ত নেওয়ায় তাঁর চেহারার এই অবস্থা হয়েছে। নতুন বছরে একেবারে পারফেক্ট লুক পেতে চেয়েছিলেন তিনি। কিন্তু তা আর হল কই। উল্টে তাঁর চোখের নীচে খুব বাজে ভাবে ডার্ক সার্কেলের ছোপ পড়েছে। সেখান থেকে মুখও মারাত্মকভাবে ফুলে গেছে। বাজারে ডার্ক সার্কেল তোলার জন্য যে ক্রিমগুলো বিক্রি হয়, সবক’টিই বাজে। ওই পদ্ধতির উপর ভরসা করে তিনি  ঠকেছেন। এখন তিনি পস্তাচ্ছেন। তবে তিনি ২০২২ সালে ৩১ ডিসেম্বর রাতে জমিয়ে পার্টি করেছেন। সেই সময় মেকআপ দিয়ে চোখের নীচের ক্ষত ঢেকেছিলেন তিনি।‘’

তাঁকে নিয়ে এত বিতর্ক মন্তব্যের পরেও উরফির সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স সংখ্যা নেহাত কম নয়। অসংখ্য ভক্ত রয়েছে তার যারা সোশ্যাল মিডিয়ায় তাকে নিত্যদিন ফলো করে।

বর্তমানে সিনে দুনিয়া থেকে অনেক কাজের অফার আসছে উরফির কাছে। কিন্তু সেই কাজ যদি সঠিক মনে হয় তাহলেই সে রাজি হবে সে কাজ করার জন্য।

ভিডিও সৌজন্যে- ইন্সটাগ্রাম

বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version