Home বিনোদন কবে বিয়ের পিঁড়িতে বসবেন মালাইকা? কী জানালেন জ্যোতিষী জগন্নাথ?

কবে বিয়ের পিঁড়িতে বসবেন মালাইকা? কী জানালেন জ্যোতিষী জগন্নাথ?

আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কের খবর ছড়িয়ে পড়তে খুব একটা বেশি সময় লাগেনি। একে অন্যের প্রেমে যে হাবুডুবু খাচ্ছে মালাইকা ও অর্জুন তা ছিল স্পষ্ট।

আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কের খবর ছড়িয়ে পড়তে খুব একটা বেশি সময় লাগেনি। একে অন্যের প্রেমে যে হাবুডুবু খাচ্ছে মালাইকা ও অর্জুন তা ছিল স্পষ্ট।

বয়সের ফারাক, মালাইকার ডিভোর্সি স্টেটাস কোনওটাই তাদের প্রেমের পথে বাঁধা হয়ে দাঁড়ায়নি। কবে বিয়ে করছেন এই প্রেমিক যুগল? প্রায়ই এই প্রশ্নের সম্মুখীন হতে হয় তাদের। এরই মধ্যে সম্পর্কের বয়স চার বছর পেরিয়ে গেছে। আগে অনেক রাখঢাক থাকলেও এখন ব্যাপারটা খোলামেলা। একসঙ্গে ছুটি কাটাতে গেলে ছবিও শেয়ার করেন। প্রকাশ্যেই করেন প্রেম জাহির।

পড়ুন: ‘কাপিং থেরাপি’ কেন করাচ্ছেন দেব? কী জানালেন অভিনেতা?

এই দুই সেলেবের লাভ লাইফের সমস্ত খবরই রেখে থাকে ভক্ত মহল। তবে বিয়ের খবর বাদ যাবে কেন। বিয়ের মরশুমে একের পর এক সেলেবের গলায় উঠছে মালা। 

তবে সেই তালিকাতে যে মালাইকা বা অর্জুনও নাম লেখাতে চলেছে তা হয়তও অনেকেই আঁচ করতে পারেনি। বলিউড মারফৎ এটাই খবর বিয়ে করতে চলেছেন মালাইকা। 

যদিও অর্জুন কাপুর ও মালাইকার তরফ থেকে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কিন্তু বিটাউনে শুরু জল্পনা। 

তবে কবে বসবে বিয়ের আসর? এইবার  জ্যোতিষবিদ জগন্নাথ গুরুজির কথায়, আগামী বছর অর্থাৎ ২০২৪-এর ডিসেম্বরের মধ্যে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। রাহুর অবস্থান দেখেই এমন অনুমান করেছেন গুরুজি। তবে এর পাশাপাশি তিনি আরও জানান, অর্জুন কাপুর তাঁর আগামী ওটিটি প্রোজেক্টের মাধ্যমে বেশ চর্চিত হবেন। তাঁর কেরিয়ারে এক নয়া অধ্যায় শুরু হতে চলেছে।

এই খবর ছড়িয়ে পড়লেও অন্ধকারেই থাকতে হচ্ছে ভক্তমহলকে, যতক্ষণ না সেলেব মহল থেকে কোনও পাকা খবর আসছে প্রকাশ্যে। 

বর্তমানে তাঁরা না কি ব্যস্ত গোপনে প্রস্তুতি নিতে ও শপিং করতে, এমন জল্পনাতেই এখন বুঁদ নেটদুনিয়া।

ছবি- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

Advertisements
Claim Your Gift Card Now
বিজ্ঞাপন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version