Homeপরিবেশ২০ বছরের মধ্যে ৪০ কোটি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়বে, কী বলছে আন্তর্জাতিক...

২০ বছরের মধ্যে ৪০ কোটি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়বে, কী বলছে আন্তর্জাতিক গবেষণা রিপোর্ট

প্রকাশিত

স্থলে, জলে, অন্তরীক্ষে এমনকি মানবদেহেও খোঁজ মিলেছে মাইক্রোপ্লাস্টিকের। প্লাস্টিকের নাগপাশ থেকে বেরোনো সত্যি দিন কে দিন কঠিন হয়ে উঠছে। মাইক্রোপ্লাস্টিকের কুপ্রভাব সরাসরি পড়ছে গোটা বিশ্বে খাদ্য উৎপাদনের ওপরে। গোটা বিশ্বেই খাবারের পরিমাণ কমতে পারে বলে আশঙ্কা করা হয়েছে আন্তর্জাতিক গবেষণা রিপোর্টে। Journal Proceedings of the National Academy of Sciences নামক জার্নালে প্রকাশিত গবেষণা রিপোর্ট তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান (The Guardian)।

গবেষণা রিপোর্টে বলা হয়েছে, মাইক্রোপ্লাস্টিকের কারণে গাছপালার ফটোসিন্থেসিস বা সালোকসংশ্লেষ প্রক্রিয়া কমে যাচ্ছে। টক্সিক প্লাস্টিক পদার্থের কারণে মাটির গুণমান নষ্ট হয়। সূর্যের আলো পাতায় পৌঁছে দিতে বাধা দেয় মাইক্রোপ্লাস্টিক। টক্সিক প্লাস্টিক জল ও পুষ্টিকে গাছের ভেতরে পৌঁছে যেতে বাধা দেয়। গোটা বিশ্বে এর ফলে গম, ধান ও ভুট্টার উৎপাদন কমে যাচ্ছে। ভয়ঙ্কর প্রাণঘাতী প্লাস্টিকের দূষণের কারণে এ সব ফসলের গাছ ৪-১৪% মরে যাচ্ছে। মাইক্রোপ্লাস্টিক দূষণ এখনই না ঠেকানো গেলে আগামী দিনে পরিস্থিতি আরও বিগড়ে যাবে তা বলাই বাহুল্য।

রিপোর্ট বলছে, মাইক্রোপ্লাস্টিক দূষণ এখনই না ঠেকানো গেলে ২০৪০ সালের মধ্যে অতিরিক্ত ৪০ কোটি মানুষ খাদ্যের অভাবে দুর্ভিক্ষের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে আন্তর্জাতিক গবেষণা রিপোর্টে। ২০২২ সালে ৭০ কোটি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়ে। গাছপালার ওপর মাইক্রোপ্লাস্টিকের কুপ্রভাব নিয়ে ১৫৭টি গবেষণা চালানোর পর ৩ হাজারের বেশি পর্যবেক্ষণের মাধ্যমে গবেষণা রিপোর্ট তৈরি করা হয়। চিনের নানজিং বিশ্ববিদ্যালয়ের গবেষক হুয়ান ঝংয়ের নেতৃত্বে গবেষণা চালানো হয়।

গবেষণা রিপোর্টে আরও বলা হয়েছে, ২০৫৮ সালের মধ্যে বিশ্বে জনসংখ্যা বেড়ে দাঁড়াতে পারে প্রায় এক হাজার কোটি। তাই এখনই প্লাস্টিক দূষণ না ঠেকানো গেলে দুর্ভিক্ষের পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

দীর্ঘ আন্দোলনের পর খাটালমুক্ত ডানকুনি খাল! ১৮ কোটি টাকায় সংস্কার, সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা

ডানকুনি খাল থেকে অবৈধ খাটাল উচ্ছেদ করে শুরু হয়েছে ১৮ কোটি টাকার সংস্কার প্রকল্প। পরিবেশ আদালত ও সুপ্রিম কোর্টের নির্দেশে খাল পরিষ্কার করে সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা। স্থানীয়দের আশা, এখানে ফিরবে পরিযায়ী পাখিও।

হিমালয়ের বিশুদ্ধ বাতাসে বিষ! মেঘ-বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু

হিমালয়ের বিশুদ্ধ বাতাসও আর নিরাপদ নয়! বোস ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে ভয়াবহ তথ্য—পূর্ব হিমালয়ের মেঘ ও বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু। শিশুদের ঝুঁকি প্রাপ্তবয়স্কদের তুলনায় ৩০% বেশি।

গ্রীষ্মে গঙ্গার জলের অর্ধেকেরও বেশি উবে যায়! আইআইটি রূড়কির গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

গ্রীষ্মে গঙ্গা নদীর ৫৮ শতাংশ জল বাষ্প হয়ে যায়! IIT রূড়কির গবেষণায় উঠে এল গঙ্গার মূল জলের উৎস ও জল হ্রাসের নতুন তথ্য।