Homeপরিবেশবিরল প্রজাতির প্রাণীর খোঁজ মিলল কাশ্মীরের বারামুলায়  

বিরল প্রজাতির প্রাণীর খোঁজ মিলল কাশ্মীরের বারামুলায়  

প্রকাশিত

প্রবল ঠান্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা। এমন প্রবল ঠান্ডার মধ্যেই কাশ্মীরের বারামুলা জেলার বোনিয়ার এলাকার নুরখা গ্রামে বিরল প্রজাতির ছাগলের খোঁজ মিলল। পাকিস্তানের জাতীয় পশু এটি। পাকিস্তানে এদের স্ক্রু হর্নড গোট বা পেঁচানো শিংয়ের ছাগল বলে ডাকা হয়। এদের ‘মারখোর’ও বলা হয়। কাশ্মীরে এই প্রাণীর দর্শন পাওয়া অতি বিরল। কারণ এদের মূলত পাওয়া যায় পাকিস্তান, আফগানিস্তান ও হিমালয়ের কিছু অংশে।

আন্তর্জাতিক ভাবে লাল তালিকাভুক্ত এই প্রাণী ২ হাজার থেকে প্রায় ১২ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় থাকতে পারে। তবে খুব বেশি উচ্চতায় সাধারণত মেয়ে-ছাগলরা থাকে। পুরুষ মারখোররা থাকে পাহাড়ের নীচের দিকের জঙ্গলে। এই প্রজাতির ছাগলরা বুনো হয়, পোষ মানে না। সাধারণত দল বেঁধে থাকতে পছন্দ করে।

কাশ্মীরের বারামুলা জেলার ওই গ্রামের কয়েক জন বাসিন্দা শনিবার ভোরে গ্রামের কাছের একটি ঝর্নার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখনই তাঁদের নজরে পড়ে এক লোমশ প্রাণী বসে আছে। প্রাণীর মাথার শিং পেঁচালো। এমন প্রাণী দেখে গ্রামবাসীরা দ্রুত বন দফতরে খবর দেন। বন দফতরের কর্মীরা প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়।

ভারতে এই বিশেষ প্রজাতির ছাগলকে ডাকা হয় ‘মারখোর’ নামে। ‘মারখোর’ শব্দের অর্থ হল সর্পভুক ছাগল। এরা সাপ খায়। কাশ্মীরের লোকমুখে প্রচলিত প্রাচীন কাহিনিতে এই ‘মারখোর’ ছাগলের উল্লেখ রয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

দীর্ঘ আন্দোলনের পর খাটালমুক্ত ডানকুনি খাল! ১৮ কোটি টাকায় সংস্কার, সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা

ডানকুনি খাল থেকে অবৈধ খাটাল উচ্ছেদ করে শুরু হয়েছে ১৮ কোটি টাকার সংস্কার প্রকল্প। পরিবেশ আদালত ও সুপ্রিম কোর্টের নির্দেশে খাল পরিষ্কার করে সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা। স্থানীয়দের আশা, এখানে ফিরবে পরিযায়ী পাখিও।

হিমালয়ের বিশুদ্ধ বাতাসে বিষ! মেঘ-বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু

হিমালয়ের বিশুদ্ধ বাতাসও আর নিরাপদ নয়! বোস ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে ভয়াবহ তথ্য—পূর্ব হিমালয়ের মেঘ ও বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু। শিশুদের ঝুঁকি প্রাপ্তবয়স্কদের তুলনায় ৩০% বেশি।

গ্রীষ্মে গঙ্গার জলের অর্ধেকেরও বেশি উবে যায়! আইআইটি রূড়কির গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

গ্রীষ্মে গঙ্গা নদীর ৫৮ শতাংশ জল বাষ্প হয়ে যায়! IIT রূড়কির গবেষণায় উঠে এল গঙ্গার মূল জলের উৎস ও জল হ্রাসের নতুন তথ্য।