Homeপরিবেশসময়ের আগেই কুলিকে হাজির পরিযায়ী পাখিরা! প্রকৃতিপ্রেমীদের চোখে আশার বার্তা

সময়ের আগেই কুলিকে হাজির পরিযায়ী পাখিরা! প্রকৃতিপ্রেমীদের চোখে আশার বার্তা

প্রকাশিত

এ যেন প্রকৃতির অঘোষিত আশ্চর্য! সময়ের আগেই রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসে হাজির হয়ে গিয়েছে দেশি-বিদেশি পরিযায়ী পাখিদের দল। যেখানে জুন মাসের আগে এই দৃশ্য সচরাচর দেখা যায় না, সেখানে এবছর এপ্রিলের শেষ সপ্তাহেই মিলছে লিটল কর্মর‌্যান্ট, ইগ্রেটস প্রজাতির পাখিদের ঝাঁক। ইতিমধ্যে এই পাখিরা জারুল সহ একাধিক গাছে বাসা বাঁধতে শুরু করেছে

বিশেষজ্ঞদের মতে, এই আগাম আগমন একদিকে যেমন পরিবেশের ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে, তেমনি কুলিক পক্ষীনিবাসের রক্ষণাবেক্ষণের সফলতাও তুলে ধরছে।

কেন সময়ের আগে এল পরিযায়ীরা?
রায়গঞ্জের ডিএফও ভূপেন বিশ্বকর্মা জানিয়েছেন, “পক্ষীনিবাসের ক্যানেলে জল ধরে রাখা, সঠিক সময়ে খাদ্য সরবরাহ, পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার কাজ সময়মতো হওয়ায় এবছর নির্ধারিত সময়ের আগেই পরিযায়ী পাখিরা চলে এসেছে।”

আগাম বর্ষার প্রভাব:
উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যালস-এর সম্পাদক গৌতম তান্তিয়ার কথায়,

“এপ্রিল মাসে যে আগাম বৃষ্টি হয়েছে, তার জন্যই হয়তো পরিবেশ অনুকূল হয়ে গিয়েছে পাখিদের আগমন উপযোগী করে।”

কে কে এসেছে, কে বাকি?

  • উপস্থিত: ইগ্রেটস, লিটল কর্মর‌্যান্ট
  • এখনও আসেনি: ওপেন বিল স্টর্ক, নাইট হেরন

তবে পাখিপ্রেমীদের আশা, আগামী সপ্তাহ দু’য়ের মধ্যে ওপেন বিল স্টর্ক ও নাইট হেরনদেরও আগমন শুরু হবে।
বিশেষত ওপেন বিল স্টর্কই প্রতি বছর সবচেয়ে বেশি সংখ্যায় হাজির হয় কুলিকে।

শুধু কুলিকে নয়, রায়গঞ্জ শহরের বিভিন্ন গাছেও যেমন মিলনপাড়া এলাকায়, পাখিরা বাসা বাঁধছে। এটা প্রমাণ করে কুলিকের বাইরেও পরিবেশ অনুকূল হয়ে উঠেছে তাদের থাকার জন্য।

কুলিকের গুরুত্ব:
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস রায়গঞ্জের কুলিক। বছরের নির্দিষ্ট সময়ে দেশের নানা প্রান্ত থেকে পক্ষীপ্রেমীরা ভিড় করেন এই অঞ্চলে। হাজার হাজার পরিযায়ী পাখির কলতান এই বনাঞ্চলকে করে তোলে জীবন্ত ও সজীব।

পাখিদের আগাম উপস্থিতি যেমন পরিবেশপ্রেমীদের উচ্ছ্বাস বাড়াচ্ছে, তেমনই পর্যটনের ক্ষেত্রেও ইতিবাচক ইঙ্গিত বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

পুজোয় এনবিএসটিসি চালু করছে বিশেষ পর্যটন প্যাকেজ। সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকে ডুয়ার্স ভ্রমণের সুযোগ। খরচ থাকছে মাত্র ৭০০–২৫০০ টাকা।

দীর্ঘ আন্দোলনের পর খাটালমুক্ত ডানকুনি খাল! ১৮ কোটি টাকায় সংস্কার, সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা

ডানকুনি খাল থেকে অবৈধ খাটাল উচ্ছেদ করে শুরু হয়েছে ১৮ কোটি টাকার সংস্কার প্রকল্প। পরিবেশ আদালত ও সুপ্রিম কোর্টের নির্দেশে খাল পরিষ্কার করে সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা। স্থানীয়দের আশা, এখানে ফিরবে পরিযায়ী পাখিও।

দুর্গাপুজোয় বিলাসবহুল পুজো পরিক্রমা পরিবহণ দফতরের! লঞ্চে চেপে বনেদি বাড়ি ও বিখ্যাত মণ্ডপ দর্শনের সুযোগ

পুজোর মাসখানেক আগেই রাজ্য ঘোষণা করল বনেদি বাড়ি দর্শনের পরিক্রমা। থাকছে এসি ভলভো বাস, লঞ্চ এবং শহরতলি থেকে বিশেষ ট্যুর প্যাকেজ। ভাড়া শুরু ৫০০ টাকা থেকে।