Homeপরিবেশসময়ের আগেই কুলিকে হাজির পরিযায়ী পাখিরা! প্রকৃতিপ্রেমীদের চোখে আশার বার্তা

সময়ের আগেই কুলিকে হাজির পরিযায়ী পাখিরা! প্রকৃতিপ্রেমীদের চোখে আশার বার্তা

প্রকাশিত

এ যেন প্রকৃতির অঘোষিত আশ্চর্য! সময়ের আগেই রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসে হাজির হয়ে গিয়েছে দেশি-বিদেশি পরিযায়ী পাখিদের দল। যেখানে জুন মাসের আগে এই দৃশ্য সচরাচর দেখা যায় না, সেখানে এবছর এপ্রিলের শেষ সপ্তাহেই মিলছে লিটল কর্মর‌্যান্ট, ইগ্রেটস প্রজাতির পাখিদের ঝাঁক। ইতিমধ্যে এই পাখিরা জারুল সহ একাধিক গাছে বাসা বাঁধতে শুরু করেছে

বিশেষজ্ঞদের মতে, এই আগাম আগমন একদিকে যেমন পরিবেশের ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে, তেমনি কুলিক পক্ষীনিবাসের রক্ষণাবেক্ষণের সফলতাও তুলে ধরছে।

কেন সময়ের আগে এল পরিযায়ীরা?
রায়গঞ্জের ডিএফও ভূপেন বিশ্বকর্মা জানিয়েছেন, “পক্ষীনিবাসের ক্যানেলে জল ধরে রাখা, সঠিক সময়ে খাদ্য সরবরাহ, পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার কাজ সময়মতো হওয়ায় এবছর নির্ধারিত সময়ের আগেই পরিযায়ী পাখিরা চলে এসেছে।”

আগাম বর্ষার প্রভাব:
উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যালস-এর সম্পাদক গৌতম তান্তিয়ার কথায়,

“এপ্রিল মাসে যে আগাম বৃষ্টি হয়েছে, তার জন্যই হয়তো পরিবেশ অনুকূল হয়ে গিয়েছে পাখিদের আগমন উপযোগী করে।”

কে কে এসেছে, কে বাকি?

  • উপস্থিত: ইগ্রেটস, লিটল কর্মর‌্যান্ট
  • এখনও আসেনি: ওপেন বিল স্টর্ক, নাইট হেরন

তবে পাখিপ্রেমীদের আশা, আগামী সপ্তাহ দু’য়ের মধ্যে ওপেন বিল স্টর্ক ও নাইট হেরনদেরও আগমন শুরু হবে।
বিশেষত ওপেন বিল স্টর্কই প্রতি বছর সবচেয়ে বেশি সংখ্যায় হাজির হয় কুলিকে।

শুধু কুলিকে নয়, রায়গঞ্জ শহরের বিভিন্ন গাছেও যেমন মিলনপাড়া এলাকায়, পাখিরা বাসা বাঁধছে। এটা প্রমাণ করে কুলিকের বাইরেও পরিবেশ অনুকূল হয়ে উঠেছে তাদের থাকার জন্য।

কুলিকের গুরুত্ব:
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস রায়গঞ্জের কুলিক। বছরের নির্দিষ্ট সময়ে দেশের নানা প্রান্ত থেকে পক্ষীপ্রেমীরা ভিড় করেন এই অঞ্চলে। হাজার হাজার পরিযায়ী পাখির কলতান এই বনাঞ্চলকে করে তোলে জীবন্ত ও সজীব।

পাখিদের আগাম উপস্থিতি যেমন পরিবেশপ্রেমীদের উচ্ছ্বাস বাড়াচ্ছে, তেমনই পর্যটনের ক্ষেত্রেও ইতিবাচক ইঙ্গিত বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরাবল্লীতে নতুন খনির লিজে সম্পূর্ণ নিষেধাজ্ঞা, প্রতিবাদের চাপে পরিবেশ রক্ষায় কড়া নির্দেশ কেন্দ্রের

আরাবল্লী পার্বত্য অঞ্চলে নতুন খনির লিজে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। টেকসই খননের জন্য বিশেষ পরিকল্পনা তৈরির নির্দেশ, রাজনৈতিক বিতর্কও তীব্র।

কেন প্রতিবাদ-বিক্ষোভের কেন্দ্রে আরাবল্লী পর্বত?

অরাবল্লি পাহাড়ের নতুন সংজ্ঞা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। এর বিরোধিতায় রাজস্থান, হরিয়ানা ও দিল্লিতে বিক্ষোভ। পরিবেশবিদদের আশঙ্কা—এই সিদ্ধান্তে খনন ও নির্মাণের পথ খুলে যেতে পারে।