Homeপরিবেশজলবায়ু পরিবর্তনের প্রভাব: হায়দরাবাদ, বেঙ্গালুরু, পুনের জন্য সতর্কবাতা নারায়ণ মূর্তির

জলবায়ু পরিবর্তনের প্রভাব: হায়দরাবাদ, বেঙ্গালুরু, পুনের জন্য সতর্কবাতা নারায়ণ মূর্তির

প্রকাশিত

পুনে: জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে এক গুরুতর সতর্কবার্তা দিয়েছেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। তিনি জানিয়েছেন, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে আগামী ২০-২৫ বছরের মধ্যে ভারতের গ্রামাঞ্চল বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে। এর ফলে লক্ষ লক্ষ মানুষ হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং পুনের মতো মহানগরগুলিতে অভিবাসন করতে বাধ্য হবেন।

পুনেতে জেপি শ্রফ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘সাসটেইনেবিলিটি ক্রুসেড’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মূর্তি বলেন, “গ্রামের অংশগুলির বসবাসযোগ্যতা কমে গেলে মানুষ হায়দরাবাদ, বেঙ্গালুরু বা পুনের মতো জায়গাগুলিতে স্থানান্তরিত হবে।”

মহানগরগুলির চ্যালেঞ্জ

মূর্তি উল্লেখ করেন যে এই মহানগরগুলিও ইতিমধ্যেই গুরুতর সমস্যার মুখোমুখি। ক্রমবর্ধমান দূষণ এবং যানজটের কারণে এই শহরগুলিতে জীবনযাপন কঠিন হয়ে উঠেছে। তিনি বলেন, “এই শহরগুলি বসবাসের অযোগ্য হয়ে পড়ার পথে এগোচ্ছে।”

সমাধানের আহ্বান

মূর্তি মনে করেন, জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসা প্রতিষ্ঠান, নীতিনির্ধারক এবং সরকারি কর্মকর্তাদের একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, “গ্রাম থেকে শহরে অভিবাসন ঠেকাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এটাই এখন সবচেয়ে বড় সমস্যা।”

সম্ভাবনার আশা

জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জ সত্ত্বেও নারায়ণ মূর্তি আশাবাদী যে, ২০৩০ সালের মধ্যে ভারত এই সমস্যার সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারবে।

তিনি বলেন, “আমি আশাবাদী যে আমরা আগামী কয়েক বছরের মধ্যে এই বিষয়ে উন্নতি করতে পারব।”

পশ্চিমবঙ্গ এবং বিহারে আর্সেনিক দূষণ বিপজ্জনক রূপ নিচ্ছে, পরিবেশ আদালতে জানাল কেন্দ্র

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

পৃথিবী হারাল প্রকৃতির প্রহরী, প্রয়াত পরিবেশবিদ ও শিম্পাঞ্জি গবেষক জেন গুডলকে

প্রয়াত জেন গুডল। ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খ্যাতনামা পরিবেশবিদ ও শিম্পাঞ্জি গবেষক। প্রকৃতি সংরক্ষণে তাঁর অবদান বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে থাকবে।

দীর্ঘ আন্দোলনের পর খাটালমুক্ত ডানকুনি খাল! ১৮ কোটি টাকায় সংস্কার, সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা

ডানকুনি খাল থেকে অবৈধ খাটাল উচ্ছেদ করে শুরু হয়েছে ১৮ কোটি টাকার সংস্কার প্রকল্প। পরিবেশ আদালত ও সুপ্রিম কোর্টের নির্দেশে খাল পরিষ্কার করে সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা। স্থানীয়দের আশা, এখানে ফিরবে পরিযায়ী পাখিও।

হিমালয়ের বিশুদ্ধ বাতাসে বিষ! মেঘ-বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু

হিমালয়ের বিশুদ্ধ বাতাসও আর নিরাপদ নয়! বোস ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে ভয়াবহ তথ্য—পূর্ব হিমালয়ের মেঘ ও বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু। শিশুদের ঝুঁকি প্রাপ্তবয়স্কদের তুলনায় ৩০% বেশি।