Homeপরিবেশবিশ্ব উষ্ণায়ণে মহিলাদের ক্যানসারের ঝুঁকি বাড়ছে, গবেষণায় গুরুতর সতর্কবার্তা

বিশ্ব উষ্ণায়ণে মহিলাদের ক্যানসারের ঝুঁকি বাড়ছে, গবেষণায় গুরুতর সতর্কবার্তা

প্রকাশিত

গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ণের প্রভাবে গভীর সঙ্কটের মুখে দাঁড়িয়ে মহিলারা। সাম্প্রতিক এক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে মহিলারা বেশি পরিমাণে ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। তা কিছু ক্ষেত্রে ক্যানসার প্রাণঘাতী হয়ে উঠছে। পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার মহিলাদের ওপর গবেষণা চালানো হয়। গবেষণায় বলা হয়েছে, বাকি পৃথিবীর তুলনায় এই অঞ্চলে গত ৩ দশকে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে journal Frontiers in Public Health নামক জার্নালে।

মিশরের রাজধানী কায়রোর দ্য আমেরিকান ইউনিভার্সিটির গবেষকরা ১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে গবেষণা চালান। গবেষকরা দেখেন, তাপমাত্রা বাড়ার ফলে কম সংখ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ ভাবে বেড়েছে স্তন, জরায়ু, ইউটেরাইন বা মুত্রনালী ও কার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হয়ে মহিলাদের মৃত্যুর খবর।

গবেষকরা দেখেন, গড়ে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার ফলে প্রতি লাখ মানুষের মধ্যে ১৭৩-২৮০ জন মহিলা ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। সবচেয়ে বেশি পরিমাণে জরায়ুর ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। সবচেয়ে কম স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। গড়ে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার ফলে প্রতি লাখ মানুষের মধ্যে ১৭১-৩৩২ জন ক্যানসারে আক্রান্তর মৃত্যু হচ্ছে। জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি। সবচেয়ে কম সংখ্যায় মৃত্যু হচ্ছে কার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হয়ে। কায়রোর দ্য আমেরিকান ইউনিভার্সিটির প্রধান গবেষক ওয়াফা আবুয়েলখেইর জানান, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে মহিলাদের মধ্যে জরায়ু ও স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।

ডিগ্রি অনুযায়ী গড় তাপমাত্রা বৃদ্ধির মাত্রা হয়ত কম কিন্তু তার প্রভাব জনস্বাস্থ্যর ওপর পড়ছে। আবহাওয়ার পরিবর্তনের ফলে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। আবহাওয়ার পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি খাদ্য ও জলের সুরক্ষার সঙ্গে আপস করা হচ্ছে। বাতাসের মান কম হচ্ছে। এসবের মিলিত যোগফলের প্রভাব পড়ছে সার্বিক ভাবে মহিলাদের স্বাস্থ্যর ওপরে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

দীর্ঘ আন্দোলনের পর খাটালমুক্ত ডানকুনি খাল! ১৮ কোটি টাকায় সংস্কার, সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা

ডানকুনি খাল থেকে অবৈধ খাটাল উচ্ছেদ করে শুরু হয়েছে ১৮ কোটি টাকার সংস্কার প্রকল্প। পরিবেশ আদালত ও সুপ্রিম কোর্টের নির্দেশে খাল পরিষ্কার করে সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা। স্থানীয়দের আশা, এখানে ফিরবে পরিযায়ী পাখিও।

হিমালয়ের বিশুদ্ধ বাতাসে বিষ! মেঘ-বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু

হিমালয়ের বিশুদ্ধ বাতাসও আর নিরাপদ নয়! বোস ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে ভয়াবহ তথ্য—পূর্ব হিমালয়ের মেঘ ও বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু। শিশুদের ঝুঁকি প্রাপ্তবয়স্কদের তুলনায় ৩০% বেশি।

গ্রীষ্মে গঙ্গার জলের অর্ধেকেরও বেশি উবে যায়! আইআইটি রূড়কির গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

গ্রীষ্মে গঙ্গা নদীর ৫৮ শতাংশ জল বাষ্প হয়ে যায়! IIT রূড়কির গবেষণায় উঠে এল গঙ্গার মূল জলের উৎস ও জল হ্রাসের নতুন তথ্য।