Homeপরিবেশদক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে সলোমন দ্বীপে খোঁজ মিলল বিশ্বের সবচেয়ে বড়ো প্রবালপ্রাচীরের

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে সলোমন দ্বীপে খোঁজ মিলল বিশ্বের সবচেয়ে বড়ো প্রবালপ্রাচীরের

প্রকাশিত

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সলোমন দ্বীপে বিশ্বের সবচেয়ে বড়ো আকারের কোরাল তথা প্রবাল প্রাচীরের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। এর আকার বিশ্বের সবচেয়ে বড়ো স্তন্যপায়ী প্রাণী নীল তিমির চেয়েও বড়ো। দেখা যায় মহাকাশ থেকেও। বিজ্ঞানীদের মতে, নবাবিষ্কৃত এই বিশাল প্রবালপ্রাচীরের বয়স ৩০০ বছরের বেশি। সম্প্রতি এ কথা ঘোষণা করেন বিজ্ঞানীরা।   

ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের হয়ে প্রশান্ত মহাসাগরের প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালান মেরিন বায়োলজিস্ট মানু সান ফেলিক্স। তখনই তিনি ওই প্রত্যন্ত সামুদ্রিক অঞ্চলে বিশাল প্রবাল প্রাচীরের খোঁজ পান। আকারের জন্য ওই প্রবাল প্রাচীরকে ফেলিক্স ‘ডুবন্ত ক্যাথিড্রাল’ বলে বর্ণনা করেছেন।

সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রবালপ্রাচীর। এদের বলা হয় ‘সমুদ্রের রেনফরেস্ট’। সৈকতকে ক্ষয় থেকে রক্ষা করে পাশাপাশি অসংখ্য সামুদ্রিক প্রাণীর জীবনরক্ষা করে থাকে প্রবালপ্রাচীর। পর্যটন ও মাছচাষে সাহায্য করে বলে প্রবালপ্রাচীর ১০০ কোটির বেশি মানুষের জীবনযাপনেও সহায়তা করে থাকে। যদিও ইদানীং জলবায়ুর পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ছে প্রবালপ্রাচীরের ওপর।

নানান রকম যন্ত্রপাতির সাহায্যে বিজ্ঞানীরা সলোমন দ্বীপের প্রবালপ্রাচীরের আয়তন মেপে দেখেন। এটি ১১২ ফুট চওড়া, ১০৫ ফুট লম্বা আর ১৮ ফুট উঁচু। একাধিক প্রবাল কলোনি মিলে তৈরি হয় প্রবালপ্রাচীর। নয়া আবিষ্কৃত প্রবালপ্রাচীর ‘পাভোনা ক্লাভাস’ (Pavona clavus) প্রজাতির।

খাবারের জন্য চিংড়িমাছ-সহ বিভিন্ন ধরনের মাছ ও সামুদ্রিক কাঁকড়া এই প্রবালপ্রাচীরের ওপর নির্ভরশীল। সলোমন দ্বীপে ৪৯০ রকম প্রজাতির ছোটোবড়ো প্রবালপ্রাচীর রয়েছে। সলোমন দ্বীপের থ্রি সিস্টার নামক অঞ্চলে দেখা মিলেছে নতুন আবিষ্কৃত প্রবালপ্রাচীরের। অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফে প্রবালপ্রাচীর দেখা মেলে। এর আগে আমেরিকান সামোয়া দ্বীপের কাছে খোঁজ মিলেছিল ‘বিগ মোম্মা’ নামক বিশাল আকারের প্রবালপ্রাচীরের। নতুন প্রবালপ্রাচীরের আয়তন সেটির চেয়ে ৩ গুণ বেশি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

দীর্ঘ আন্দোলনের পর খাটালমুক্ত ডানকুনি খাল! ১৮ কোটি টাকায় সংস্কার, সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা

ডানকুনি খাল থেকে অবৈধ খাটাল উচ্ছেদ করে শুরু হয়েছে ১৮ কোটি টাকার সংস্কার প্রকল্প। পরিবেশ আদালত ও সুপ্রিম কোর্টের নির্দেশে খাল পরিষ্কার করে সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা। স্থানীয়দের আশা, এখানে ফিরবে পরিযায়ী পাখিও।

হিমালয়ের বিশুদ্ধ বাতাসে বিষ! মেঘ-বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু

হিমালয়ের বিশুদ্ধ বাতাসও আর নিরাপদ নয়! বোস ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে ভয়াবহ তথ্য—পূর্ব হিমালয়ের মেঘ ও বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু। শিশুদের ঝুঁকি প্রাপ্তবয়স্কদের তুলনায় ৩০% বেশি।

গ্রীষ্মে গঙ্গার জলের অর্ধেকেরও বেশি উবে যায়! আইআইটি রূড়কির গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

গ্রীষ্মে গঙ্গা নদীর ৫৮ শতাংশ জল বাষ্প হয়ে যায়! IIT রূড়কির গবেষণায় উঠে এল গঙ্গার মূল জলের উৎস ও জল হ্রাসের নতুন তথ্য।