Homeশরীরস্বাস্থ্যভারতে ৮৬% ডায়াবেটিস রোগী মানসিক অবসাদ ও উদ্বেগের শিকার, চাঞ্চল্যকর তথ্য গবেষণা...

ভারতে ৮৬% ডায়াবেটিস রোগী মানসিক অবসাদ ও উদ্বেগের শিকার, চাঞ্চল্যকর তথ্য গবেষণা রিপোর্টে

প্রকাশিত

ভারতে প্রতি ৫ জন ডায়াবেটিস রোগীর মধ্যে ৪ জন তীব্র মানসিক উদ্বেগে ভুগছেন। শতাংশের হিসাবে ৮৬%। এর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা মহিলাদের। ভারত-সহ ৭ দেশে ডায়াবেটিস রোগীদের ওপর গবেষণা চালায় ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ)। তাদের সাম্প্রতিক গবেষণা রিপোর্টেই উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, স্পেন এবং আমেরিকায় এই গবেষণা চালানো হয়। গবেষণায় দেখা গিয়েছে, ওই সাত দেশের ৭৬% ডায়াবেটিস রোগী ডায়াবেটিসের সমস্যার কারণে অন্য কোনো অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কায় ভুগছেন। ভারতে এই হিসাবটা ৮৬%।

গবেষণায় জানা গিয়েছে, ওই সাত দেশের ডায়াবেটিস রোগীদের ৭২% রোগী নিয়মিত রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে গিয়ে উদ্বেগে রয়েছেন। ৬৫% রোগী ডাক্তারের পরামর্শ ও ওষুধ খাওয়ার জন্য মানসিক উদ্বেগে ভুগছেন। ৬১% ডায়াবেটিস রোগী ওষুধ ও চিকিৎসার সুযোগ পাওয়া যাবে কি না তা নিয়ে মানসিক অবসাদে রয়েছেন।

আরও জানা গিয়েছে, ডায়াবেটিস হওয়ার কারণে মানসিক উদ্বেগে ভুগছেন ৯০% মহিলা রোগী। পুরুষদের মধ্যে সংখ্যাটা ৮৪%। ৮৫% ডায়াবেটিস রোগী অসুখের কারণে মানসিক ভাবে বিপর্যস্ত। তীব্র মানসিক সমস্যার কারণে ৭৩% রোগী তাঁদের ডায়াবেটিসের চিকিৎসা বন্ধ করে দিয়েছেন। ৮০% রোগী বাধ্য হচ্ছেন মনোবিশারদের সাহায্য নিতে।

এ দিকে, ল্যানসেট জার্নালের সাম্প্রতিক একটি গবেষণা রিপোর্টে বলা হয়েছে, গত ৩০ বছরে গোটা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে। এর মধ্যে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ডায়াবেটিস রোগী রয়েছে ভারতেই। এই হিসাবটা ২০২২ সালের। ল্যানসেট জার্নালে প্রকাশিত এনসিডি রিস্ক ফ্যাক্টর কোলাবোরেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র করা যৌথ গবেষণা রিপোর্টে বলা হয়েছে, গোটা বিশ্বে ৮২ কোটি ৮০ লক্ষ ডায়াবেটিস রোগীর এক চতুর্থাংশ রয়েছেন ভারতে। ভারতে ৬২% ডায়াবেটিস রোগীর কোনো রকম চিকিৎসা হয়নি।

গোটা বিশ্বে দেড় হাজারের বেশি চিকিৎসকের সাহায্যে ডায়াবেটিসের মতো নন-কমিউনিকেবল অসুখে আক্রান্ত রোগীদের ওপর সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় দেখা গিয়েছে, ২০২২ সালে ভারতে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল ২১ কোটি ২০ লক্ষ। এর মধ্যে ১৩ কোটি ৩০ লক্ষ রোগীর কোনো রকম চিকিৎসা হয়নি। কোনোদিন চিকিৎসা না হওয়া ডায়াবেটিস রোগীদের তালিকায় গোটা বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে ভারত।

ভারতে গত তিন দশকে ডায়াবেটিস রোগীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। গোটা বিশ্বেই নয়ের দশক থেকে এখনও পর্যন্ত ডায়াবেটিস রোগীর সংখ্যা চার গুণ বেড়েছে। নয়ের দশকে ভারতে ১১.৯% মহিলা ও ১১.৩% পুরুষ ডায়াবেটিস রোগী ছিলেন। ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২৩.৭%  এবং  ২১.৪%।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

অক্টোবর-নভেম্বরে শিশুর ঠান্ডা-কাশি-জ্বরের মরশুম! সতর্ক থাকুন, জানুন প্রতিরোধ ও যত্নের ঘরোয়া উপায়

অক্টোবর-নভেম্বরে আবহাওয়া বদলের সঙ্গে বাড়ছে ভাইরাল সংক্রমণের ঝুঁকি। বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে ঠান্ডা-কাশি-জ্বরের সময় সতর্ক থাকুন। জানুন সহজ উপায়ে প্রতিরোধ ও যত্নের ঘরোয়া টিপস।

ভারতে ওষুধের মান নিয়ন্ত্রণে পদ্ধতিগত দূর্বলতা রয়েছে, বিপদ ঘটতে পারে আন্তর্জাতিক স্তরেও, উদ্বেগ হু-র

মধ্যপ্রদেশ ও রাজস্থানে অন্তত ২০ শিশুর মৃত্যু দূষিত কফ সিরাপ খেয়ে। কফ সিরাপে বিষাক্ত ডাইইথিলিন গ্লাইকোল মেলায় উদ্বিগ্ন WHO। সংস্থার মালিক গ্রেফতার, উৎপাদন বন্ধের নির্দেশ।