Homeশরীরস্বাস্থ্যভারতে ৮৬% ডায়াবেটিস রোগী মানসিক অবসাদ ও উদ্বেগের শিকার, চাঞ্চল্যকর তথ্য গবেষণা...

ভারতে ৮৬% ডায়াবেটিস রোগী মানসিক অবসাদ ও উদ্বেগের শিকার, চাঞ্চল্যকর তথ্য গবেষণা রিপোর্টে

প্রকাশিত

ভারতে প্রতি ৫ জন ডায়াবেটিস রোগীর মধ্যে ৪ জন তীব্র মানসিক উদ্বেগে ভুগছেন। শতাংশের হিসাবে ৮৬%। এর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা মহিলাদের। ভারত-সহ ৭ দেশে ডায়াবেটিস রোগীদের ওপর গবেষণা চালায় ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ)। তাদের সাম্প্রতিক গবেষণা রিপোর্টেই উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, স্পেন এবং আমেরিকায় এই গবেষণা চালানো হয়। গবেষণায় দেখা গিয়েছে, ওই সাত দেশের ৭৬% ডায়াবেটিস রোগী ডায়াবেটিসের সমস্যার কারণে অন্য কোনো অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কায় ভুগছেন। ভারতে এই হিসাবটা ৮৬%।

গবেষণায় জানা গিয়েছে, ওই সাত দেশের ডায়াবেটিস রোগীদের ৭২% রোগী নিয়মিত রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে গিয়ে উদ্বেগে রয়েছেন। ৬৫% রোগী ডাক্তারের পরামর্শ ও ওষুধ খাওয়ার জন্য মানসিক উদ্বেগে ভুগছেন। ৬১% ডায়াবেটিস রোগী ওষুধ ও চিকিৎসার সুযোগ পাওয়া যাবে কি না তা নিয়ে মানসিক অবসাদে রয়েছেন।

আরও জানা গিয়েছে, ডায়াবেটিস হওয়ার কারণে মানসিক উদ্বেগে ভুগছেন ৯০% মহিলা রোগী। পুরুষদের মধ্যে সংখ্যাটা ৮৪%। ৮৫% ডায়াবেটিস রোগী অসুখের কারণে মানসিক ভাবে বিপর্যস্ত। তীব্র মানসিক সমস্যার কারণে ৭৩% রোগী তাঁদের ডায়াবেটিসের চিকিৎসা বন্ধ করে দিয়েছেন। ৮০% রোগী বাধ্য হচ্ছেন মনোবিশারদের সাহায্য নিতে।

এ দিকে, ল্যানসেট জার্নালের সাম্প্রতিক একটি গবেষণা রিপোর্টে বলা হয়েছে, গত ৩০ বছরে গোটা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে। এর মধ্যে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ডায়াবেটিস রোগী রয়েছে ভারতেই। এই হিসাবটা ২০২২ সালের। ল্যানসেট জার্নালে প্রকাশিত এনসিডি রিস্ক ফ্যাক্টর কোলাবোরেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র করা যৌথ গবেষণা রিপোর্টে বলা হয়েছে, গোটা বিশ্বে ৮২ কোটি ৮০ লক্ষ ডায়াবেটিস রোগীর এক চতুর্থাংশ রয়েছেন ভারতে। ভারতে ৬২% ডায়াবেটিস রোগীর কোনো রকম চিকিৎসা হয়নি।

গোটা বিশ্বে দেড় হাজারের বেশি চিকিৎসকের সাহায্যে ডায়াবেটিসের মতো নন-কমিউনিকেবল অসুখে আক্রান্ত রোগীদের ওপর সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় দেখা গিয়েছে, ২০২২ সালে ভারতে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল ২১ কোটি ২০ লক্ষ। এর মধ্যে ১৩ কোটি ৩০ লক্ষ রোগীর কোনো রকম চিকিৎসা হয়নি। কোনোদিন চিকিৎসা না হওয়া ডায়াবেটিস রোগীদের তালিকায় গোটা বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে ভারত।

ভারতে গত তিন দশকে ডায়াবেটিস রোগীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। গোটা বিশ্বেই নয়ের দশক থেকে এখনও পর্যন্ত ডায়াবেটিস রোগীর সংখ্যা চার গুণ বেড়েছে। নয়ের দশকে ভারতে ১১.৯% মহিলা ও ১১.৩% পুরুষ ডায়াবেটিস রোগী ছিলেন। ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২৩.৭%  এবং  ২১.৪%।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

বিমানবন্দরের কাছে বসবাসকারীদের জন্য বিপদ! গবেষণায় উঠে এসেছে, লাগাতার শব্দ ও আলোর প্রভাবে বাড়ছে ঘুমের সমস্যা, হার্ট ফেলিয়র, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি।

কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

কলকাতায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ বাড়ছে। আবহাওয়ার অস্থিরতায় হাঁপানি ও ফুসফুসের রোগীরা বিপাকে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি, ধুলো, ভাইরাস সংক্রমণ ও বাতাসে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট বাড়ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।