Home শরীরস্বাস্থ্য কৃত্রিম ঠান্ডা পানীয়তেই বিপদ! মহিলাদের মধ্যে মুখগহ্বরের ক্যানসারের ঝুঁকি ৫ গুণ বেশি

কৃত্রিম ঠান্ডা পানীয়তেই বিপদ! মহিলাদের মধ্যে মুখগহ্বরের ক্যানসারের ঝুঁকি ৫ গুণ বেশি

0

চৈত্র মাসের শুরু থেকেই সূয্যিমামার রক্তচক্ষুর দেখা মিলছে। খাতায় কলমে বসন্ত হলেও দিনের দহনবেলা প্রবল বিক্রমে জানাচ্ছে গরমকাল আসন্ন। গরম মানেই আট থেকে আশি সকলের কৃত্রিম চিনিযুক্ত ঠান্ডা পানীয় খাওয়ার প্রবনতা বাড়ে। কিন্তু এবার গরমে ঠান্ডা পানীয় গলায় ঢালার আগে একটু ভাবুন। কেন না, সাম্প্রতিক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, যে সব মহিলা দিনে কমপক্ষে এক বোতল চিনিযুক্ত কৃত্রিম ঠান্ডা পানীয় খান তাঁদের যাঁরা সেই সব পানীয় খান না এমন মহিলাদের চেয়ে ৫ গুণ বেশি মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। গত বৃহস্পতিবার আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে JAMA Otolaryngology Head Neck Surgery নামক জার্নালে।

গবেষণায় দেখা গেছে, মদ্যপান বা ধূমপান করেন না এমন কমবয়সিদের মধ্যেও উদ্বেগজনক মাত্রায় বাড়ছে মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা। গবেষকদের মতে এক্ষেত্রে খাওয়া দাওয়া বিরাট ভূমিকা পালন করছে। এক সময় ধূমপায়ী, মদ্যপান, সুপুরি খাওয়ার অভ্যাস থাকলে বয়স্ক পুরুষদের মধ্যে মুখগহ্বরের ক্যানসার হওয়ার ঘটনা ঘটত। কিন্তু আজ নিয়মিত কৃত্রিম চিনিযুক্ত ঠান্ডা পানীয় খাওয়ার ফলে এই বিশেষ রকমের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ধূমপান করেন না কমবয়সি মহিলারা বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন। ২০২০ সালে গোটা বিশ্বে মোট ৩,৫৫,০০০ মানুষ মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যু হয়েছিল ১,৭৭,০০০ রোগীর। আগে কৃত্রিম পানীয়র কারণে কোলোরেক্টাল ও পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে বলে গবেষণায় দেখা গিয়েছিল। কিন্তু এখন সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ছে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের অধ্যাপক তথা প্রধান গবেষক ব্রিটানি বারবার জানান, সাধারণত মহিলাদের মধ্যে ব্রেস্ট ও কোলোন ক্যানসারের তুলনায় মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা কম। কিন্তু উদ্বেগজনক মাত্রায় এখন ধূমপান ও মদ্যপান করেন না এমন কমবয়সি মহিলাদের মধ্যে মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version