পাঁচ দিন টানা পতনের পর, সোমবার (১৭ মার্চ, ২০২৫) সেনসেক্স ঊর্ধ্বমুখী হয়ে ৩৪১ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ বেড়ে ৭৪,১৬৯.৯৫ পয়েন্টে বন্ধ হয়। একইভাবে, নিফটি ফিফটি দুই দিন পর ঊর্ধ্বমুখী হয়ে ১১২ পয়েন্ট বা ০.৫০ শতাংশ বেড়ে ২২,৫০৮.৭৫ পয়েন্টে স্থির হয়।
বিএসই মিডক্যাপ সূচক ০.৭৭ শতাংশ বেড়ে বাজারকে এগিয়ে নেয়, তবে বিএসই স্মলক্যাপ সূচক সামান্য ০.০২ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়।
বিএসই-তে তালিকাভুক্ত সংস্থাগুলোর মোট বাজার মূলধন বেড়ে প্রায় ৩৯৩ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা আগের দিনের ৩৯১ লক্ষ কোটি টাকার তুলনায় প্রায় ২ লক্ষ কোটি টাকা বেশি।
বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে প্রধানত ইউরোপীয় সূচকের ভাল পারফরম্যান্সের কারণে। ব্রিটেনের এফটিএসই, ফ্রান্সের সিএসি ৪০ এবং জার্মানির ডিএএক্স সূচক লাভের মুখ দেখায়। বিনিয়োগকারীরা ইউএস ফেডারেল রিজার্ভ, ব্যাঙ্ক অব জাপান এবং ব্যাঙ্ক অব ইংল্যান্ডের আসন্ন নীতি ঘোষণা নিয়ে অপেক্ষায় ছিলেন।
সোমবারের ঊর্ধ্বমুখী বাজারে আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং বাজাজ ফিন্যান্স বড় অবদান রাখে।
বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য ও আর্থিক খাতের শক্তিশালী পারফরম্যান্সের কারণে বাজার ঊর্ধ্বমুখী থেকেছে। বিনিয়োগকারীরা ফেড ও ব্যাঙ্ক অব জাপানের আসন্ন বৈঠকের দিকে নজর রাখছেন, যেখানে মুদ্রাস্ফীতির ঝুঁকি ও শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তা নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
বাজারের নজর এখন ২২,৬০০-এর ২০-দিনের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ (DEMA) পেরিয়ে কনসলিডেশন ফেজের অবসানে। যদিও ব্যাঙ্ক ও আর্থিক খাত বাজারকে ইতিবাচক রাখছে, তবে অন্যান্য প্রধান খাতের দুর্বল পারফরম্যান্স বাজারের আরও ঊর্ধ্বমুখী গতিকে আটকে দিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বাজার স্থিতিশীল থাকলেও বিনিয়োগকারীদের আপাতত সুনির্দিষ্ট স্টক বাছাই ও বাজারের পরবর্তী দিকনির্দেশের জন্য অপেক্ষা করা উচিত।