Home শরীরস্বাস্থ্য কেমব্রিজ ডিকশনারির বছরের সেরা শব্দ ‘প্যারাসোশ্যাল’: এআই যুগে কেন বাড়ছে মানসিক একাত্মতার...

কেমব্রিজ ডিকশনারির বছরের সেরা শব্দ ‘প্যারাসোশ্যাল’: এআই যুগে কেন বাড়ছে মানসিক একাত্মতার এই প্রবণতা?

0

কেমব্রিজ ডিকশনারিতে জায়গা করে নিয়েছে আনকোরা অপরিচিত নতুন শব্দ প্যারাসোশ্যাল। এই শব্দকে বছরের সেরা শব্দ বলে বর্ণনা করা হয়েছে কেমব্রিজ ডিকশনারিতে। প্যারাসোশ্যাল শব্দের আভিধানিক অর্থ হল ব্যক্তিগত যোগাযোগ বা সম্পর্ক না থাকা সত্ত্বেও যখন কেউ বিখ্যাত কোনো ব্যক্তি, সাহিত্যের কোনো চরিত্র বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সঙ্গে মানসিক ভাবে একাত্মতা অনুভব করে।

কেন এতটা জনপ্রিয় হয়ে উঠেছে প্যারাসোশ্যাল?

মনোবিজ্ঞানীদের মতে, এআই বা ডিজিটাল প্রযুক্তির আমলে এআই বা ভার্চুয়াল জগতের মাধ্যমে মানুষ তাঁদের প্রিয় বিখ্যাত ব্যক্তিত্বর সঙ্গে অনেক সহজে একাত্ম হতে পারে। যোগাযোগ তৈরি করতে পারে। বিখ্যাত ব্যক্তিত্বর ব্যক্তিগত জীবন সম্পর্কে জেনে অনেক সহজে একতরফা সম্পর্কে জড়াতে পারে। এমনকি, নিজেদের একাকীত্ব কাটাতে রোবটকে বন্ধু বলে মনে করতে পারে। এই একতরফা সম্পর্কের জেরে প্যারাসোশ্যাল কনসেপ্টের জনপ্রিয়তা বেড়েছে।

১৯৫৬ সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের ২ সমাজতত্ত্ববিদ ডোনাল্ড হরটন ও রিচার্ড ওহল প্রথম বার প্যারাসোশ্যাল শব্দবন্ধ ব্যবহার করেন। পছন্দের চলচ্চিত্র অভিনেতা বা অভিনেত্রীদের সঙ্গে আম জনতা যে মানসিকভাবে একাত্মতা অনুভব করে এবং নিজেদের প্রকৃত বন্ধু, পরিজন বলে করে, এই ধারণাকে বোঝাতে ২ সমাজতাত্ত্বিক প্যারাসোশ্যাল শব্দ ব্যবহার করেন।

তবে চলতি বছর জুন মাস থেকে কেমব্রিজ ডিকশনারিতে প্যারাসোশ্যাল শব্দের আভিধানিক অর্থ জানার আগ্রহ বৃদ্ধি পায়। ইউটিউব স্ট্রিমার IShowedSpeed একজন ফ্যানকে ব্লক করেন গত ৩০ জুন। সেই অনুরাগী নিজেকে একনম্বর প্যারাসোশ্যাল বলে ঘোষণা করার পর কেমব্রিজ ডিকশনারিতে এই শব্দর প্রকৃত অর্থ জানার আগ্রহ বৃদ্ধি পায়।

আজকাল মানুষ পরিজন, বন্ধুবান্ধবদের থেকেও চ্যাটজিপিটির মতো এআই বটের ওপর মতামত প্রকাশে বেশি নির্ভরশীল হয়ে উঠেছে তাই এআইয়ের প্রতি আগ্রহ বোঝাতে সেপ্টেম্বরে কেমব্রিজ ডিকশনারিতে নতুন করে ঢুকে পড়ে প্যারাসোশ্যাল শব্দবন্ধ।

আরও পড়ুন: হজম থেকে হরমোন—গবেষণায় উঠে এল মৌরীর বহুগুণ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version