নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের করা গবেষণায় দেখা গেছে, অনেকেই সকালে ঘুম থেকে উঠে ভালো করে মুখ ধোন না। এতে মাথা ও ঘাড়ের ক্যানসার হওয়ার আশঙ্কা বাড়ে। ওরাল হাইজিন বা মুখ ভালো করে পরিষ্কার না রাখলে এই দু’ রকমের ক্যানসারের পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ হওয়ার আশঙ্কাও বাড়ে। বিজ্ঞানীরা দেখেছেন মুখ ভালো করে না ধুলে, দাঁত ভালো করে না মাজলে মুখের ভেতরে ব্যাক্টেরিয়া জন্মায় যা হেড অ্যান্ড নেক স্কোয়ামস সেল কার্সিনোমা (Head and neck squamous carcinoma) বা মাথা ও ঘাড়ের ক্যানসারের জন্য দায়ী।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক রিচার্ড হায়েস জানান, নিয়মিত দাঁত ব্রাশ করলে ও কুলকুচি করলে শুধু দাঁতের স্বাস্থ্যই ভালো থাকে না, ক্যানসার হওয়ার আশঙ্কাও কমে।
ভারতে মুখগহ্বরের ক্যানসারের আক্রান্তর সংখ্যা সবচেয়ে বেশি। তামাক সেবন মুখগহ্বরের ক্যানসার হওয়ার জন্য ৮০-৯০% দায়ী। গ্লোবোকন ২০২০-এর তথ্য অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে ভারতে ২১ লক্ষ মানুষ এই ক্যানসারে আক্রান্ত হতে পারে। ২০২০ সালের তুলনায় যা ৫৭% বেশি।
মাথা ও ঘাড়ের ক্যানসারের উপসর্গ আগে থেকে বোঝা যায় না। ফোলা ভাব, গলার স্বরে বদল, দীর্ঘদিন গলাব্যথা, কানে ব্যথা, নিঃশ্বাসে কষ্ট, আচমকা ওজন কমে যাওয়া, রক্তপাত ও ব্যথায় সাড় না পাওয়ার মতো সমস্যা দেখা যায়।
অন্যদিকে সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, প্লাস্টিকের ঢাকা, কার্ডবোর্ড যা খাবারের প্যাকেজিং বা মুড়তে কাজে লাগে তাতে ২০০ রকমের ক্ষতিকর টক্সিন পদার্থ আছে যার মাধ্যমে ব্রেস্ট ক্যানসার হওয়ার আশঙ্কা আছে। এর মধ্যে প্লাস্টিকের ঢাকায় ১৪৩ রকমের আর কার্ডবোর্ডে ৮৯ রকমের ক্ষতিকর টক্সিন পদার্থ আছে। ফরএভার কেমিক্যাল, বাইস্ফেনল, পিএইচথয়ালেটের মতো ক্ষতিকর টক্সিন পদার্থ আছে। ‘ফ্রন্টিয়ার্স অফ টক্সিকোলজি’ নামক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণা রিপোর্ট।