মারণরোগ ক্যানসারের নাম শুনলেই বুক কাঁপে সকলের। ক্যানসার গবেষণায় নতুন উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS)। থ্রোট ক্যানসার বা গলার ক্যানসার নির্ণয় করার ক্ষেত্রে আইফোন ব্যবহার করার একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করেছে এনএইচএস। এর ফলে পরীক্ষার জন্য রোগীদের আর দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে না বলে মনে করেন বিজ্ঞানীরা।
এনএইচএসের ক্যানসার রেফারেল ব্যবস্থায় এই ‘র্যাডিক্যাল পরিবর্তন’ নিয়ে আসার ক্ষেত্রে এন্ডোস্কোপ-আই অ্যাডাপ্টার (endoscope-I adapter) বিশেষ ভূমিকা পালন করছে। ক্যানসার বিশেষজ্ঞরা আশা করছেন, নতুন এই ক্যামেরা ডিভাইসটি স্মার্টফোনের সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক ভাবে ছবিগুলো সংগ্রহ করবে এবং দ্রুত ক্যানসার কোষের উপস্থিতি পরীক্ষা করে ফল জানিয়ে দিতে পারবে।
ওয়েস্ট মিডল্যান্ডসে চালানো পরীক্ষামূলক এই প্রকল্পে ১,৮০০ জনের বেশি রোগী কয়েক দিনের মধ্যে গলার ক্যানসার থেকে মুক্তি পেয়েছেন।
পরীক্ষায় যোগ দেওয়া ৭৬ বছরের জ্যানেট হেনেসি জানান, “এমন ধরনের পরীক্ষাগুলোয় সাধারণত তিন সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়। আমি মনে করি এই অ্যাপটি অসাধারণ। এটি অনেক দ্রুত ফল জানায়।”
এনএইচএস-এর জাতীয় ক্যানসার ডিরেক্টর ডা. ক্যালি পামার বলেন, “শুরুতেই ক্যানসার শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে দ্রুত চিকিৎসা শুরু করা যায় এবং রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা অনেক বাড়ে। যত দ্রুত সম্ভব ক্যানসার নির্ণয় করা গেলে রোগীদের কাছে তা অনেক স্বস্তির ব্যাপার হয়ে দাঁড়ায়।”
নতুন এন্ডোস্কোপ-আই অ্যাডাপ্টারে একটি ৩২ মিমি লেন্স এন্ডোস্কোপ আইপিস এবং একটি অ্যাপ যুক্ত রয়েছে যা ছবি সংগ্রহ করে সুরক্ষিত ক্লাউডের মাধ্যমে বিশেষজ্ঞদের কাছে তাৎক্ষণিক ভাবে পাঠানোর সুবিধা প্রদান করে। দ্রত ফল জানার জন্য রোগীদের ২৮ দিনের মধ্যে ক্যানসার কোষের উপস্থিতি জানার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। গত ৪ মাসে ৭৫ শতাংশের বেশি রোগী এই সময়ের মধ্যে তাঁদের ফল জানতে পেরেছেন।