Homeশরীরস্বাস্থ্যভারতে নীরবে প্রাণ কাড়ছে কোন অসুখ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

ভারতে নীরবে প্রাণ কাড়ছে কোন অসুখ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

প্রকাশিত

ভারতে আজ নীরবে প্রাণ কাড়ছে উচ্চ রক্তচাপের সমস্যা। অধিকাংশ ভারতীয় আজ উচ্চ রক্তচাপে ভুগছেন। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর, ICMR) গবেষণায়। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, প্রতি ১০ জনের মধ্যে ৩ জন এই উচ্চ রক্তচাপের অসুখে ভুগছেন। এঁরা কেউই প্রবীণ নাগরিক অর্থাৎ ৬০ বছরের ঊর্ধ্বে বয়স নন। ১৮ থেকে ৫৪ বছর বয়সিরাই বেশি পরিমাণে উচ্চ রক্তচাপে ভুগছেন।

সাধারণত 120/80 mmHg এর মধ্যে রক্তচাপকে স্বাভাবিক বলে ধরা হয়। 140/90 mmHg এর বেশি রক্তচাপ হলে তাকে হাইপার টেনশন বলা হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্তনালি শক্ত হতে শুরু করে। হৃদযন্ত্র থেকে ধমনীর মাধ্যমে রক্ত সঞ্চালন হওয়ার সময় অতিরিক্ত শক্তিতে ধমনীর দেওয়ালে ধাক্কা খায় রক্ত। এর কারণে বাড়ে রক্তচাপ। রক্তচাপ অল্প বাড়লেও হার্টের অসুখ বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে। সে কারণে উচ্চ রক্তচাপকে সাইলেন্ট কিলার বা নীরব মৃত্যুর কারণ বলে ধরা হয়। কারণ, অনেকের শরীরেই উচ্চ রক্তচাপের কোনো সমস্যা দীর্ঘদিন না ধরা পড়েও থাকতে পারে।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সে কারণে প্রত্যেককে নিয়মিত রক্তচাপ মাপার পরামর্শ দেয়। 160/100 mmHg এর বেশি রক্তচাপ থাকলে ও কোমর্বিডিটির সমস্যা থাকলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন। উচ্চ রক্তচাপের কারণে হার্টের অসুখ, স্ট্রোক, কিডনির অসুখ, চোখের অসুখ, ধমনীতে ব্লক হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন

সারা সপ্তাহে কাজেকর্মে ব্যস্ত, হয় না ভালো ঘুম, ছুটির দিনের পর্যাপ্ত ঘুমে কী উপকার হয় জানুন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

আরও পড়ুন

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

বিমানবন্দরের কাছে বসবাসকারীদের জন্য বিপদ! গবেষণায় উঠে এসেছে, লাগাতার শব্দ ও আলোর প্রভাবে বাড়ছে ঘুমের সমস্যা, হার্ট ফেলিয়র, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি।

কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

কলকাতায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ বাড়ছে। আবহাওয়ার অস্থিরতায় হাঁপানি ও ফুসফুসের রোগীরা বিপাকে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি, ধুলো, ভাইরাস সংক্রমণ ও বাতাসে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট বাড়ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।