Home শরীরস্বাস্থ্য ‘নতুন রোগ নয়,অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই’, গুলেন বারি নিয়ে বার্তা স্বাস্থ্যসচিবের

‘নতুন রোগ নয়,অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই’, গুলেন বারি নিয়ে বার্তা স্বাস্থ্যসচিবের

শীতের মরশুমে বিরল স্নায়ুরোগ গুলেন বারি সিনড্রোম (Guillain Barre Syndrome) নতুন করে দেশে ‘আতঙ্ক’ সৃষ্টি করেছে। মহারাষ্ট্রে প্রথম এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, যেখানে পুণের এক ব্যক্তির মৃত্যু হয়। এবার এই রোগে বাংলার দুই শিশুও আক্রান্ত। তাদের কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে চিকিৎসা চলছে।

স্বাস্থ্যসচিবের বিবৃতি

এই পরিস্থিতিতে আতঙ্কিত শহরবাসীকে আশ্বস্ত করে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, এই রোগ নতুন কিছু নয় এবং রাজ্যে নতুন করে কেউ আক্রান্ত হননি। মঙ্গলবার স্বাস্থ্যভবনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে তিনি বলেন, গুলেন বারি সিনড্রোম সাধারণত অ্যাকিউট ফ্লাসিড প্যারালাইসিস (AFP)-এর কারণে হয়। সাধারণত ১৫ বছরের কম বয়সিদের মধ্যে এই রোগের লক্ষণ দেখা যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বরের শেষ থেকে এ রাজ্যে এএফপি বা জিবিএসের কোনও নতুন ঘটনা ঘটেনি। রাজ্য সরকারের পোলিও টিমও পরিস্থিতি সারাক্ষণ নজরে রেখেছে। তবে চিকিৎসকদের মতে, সময়মতো চিকিৎসা না হলে এই রোগ পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে। ফলে বিরল এই স্নায়ুরোগ সম্পর্কে মানুষের মধ্যে ভয় বেড়েছে।

দুই শিশুর শারীরিক অবস্থা

বাগুইআটির আট বছরের এক শিশু গত ১২ দিন ধরে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি। তার শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। চিকিৎসক প্রভাস গিরি জানিয়েছেন, রোগের একাধিক উপসর্গ দেখা গেলেও তাকে স্থিতিশীল রাখার চেষ্টা চলছে।

অপরদিকে, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের সাত বছরের আরেক শিশুও এই রোগে আক্রান্ত। তবে চিকিৎসায় সে দ্রুত সাড়া দিচ্ছে। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই

স্বাস্থ্যসচিব স্পষ্টভাবে বলেছেন, এই রোগ নতুন নয় এবং সঠিক চিকিৎসায় আক্রান্ত রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। রাজ্য সরকার সমস্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ, জ্বর বা স্নায়ুবিক কোনও সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version