Homeশরীরস্বাস্থ্যআতঙ্কিত হওয়ার কিছু নেই!  চিনে এইচএমপিভি ভাইরাস প্রাদুর্ভাব নিয়ে বলল ভারত

আতঙ্কিত হওয়ার কিছু নেই!  চিনে এইচএমপিভি ভাইরাস প্রাদুর্ভাব নিয়ে বলল ভারত

প্রকাশিত

চিনে মানব মেটাপনিউমোভাইরাস (HMPV) নামক একটি শ্বাসযন্ত্রের ভাইরাসের প্রাদুর্ভাব ঘিরে বিশ্বজুড়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেয়েছে। ভাইরাসটি ফ্লু এবং কোভিডের মতো উপসর্গ সৃষ্টি করে। সামাজিক মাধ্যমে চিনের হাসপাতালগুলিতে মাস্ক পরিহিত মানুষদের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। ২০০১ সালে আবিষ্কৃত এই ভাইরাসের প্রাদুর্ভাব অনেকের কাছেই পাঁচ বছর আগে কোভিড মহামারীর প্রাথমিক পর্যায়ের কথা মনে করিয়ে দিচ্ছে।

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং শুক্রবার একটি বিবৃতি দিয়ে এই উদ্বেগের বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেন, “শীতকালে শ্বাসযন্ত্রের সংক্রমণ বৃদ্ধি পায়। আমি নিশ্চিত করছি, চিনা সরকার নাগরিক এবং বিদেশি পর্যটকদের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন। চিনে ভ্রমণ করা নিরাপদ।”

ভারতের অবস্থান

কোভিড মহামারীতে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ ছিল ভারত। তবে মানব মেটাপনিউমোভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন ভারতের স্বাস্থ্য সেবা অধিদপ্তরের (DGHS) কর্তা ডাঃ অতুল গোয়েল।

তিনি বলেন, “চিনে মেটাপনিউমোভাইরাস প্রাদুর্ভাবের খবর ঘুরছে। তবে এটি একটি সাধারণ শ্বাসযন্ত্রের ভাইরাস যা ঠান্ডা লেগে যায়। বয়স্ক ও শিশুরা ঝুঁকিপূর্ণ হলেও ভারতে ডিসেম্বরে সংক্রমণের কোনও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়নি।”

ভাইরাসের লক্ষণ এবং প্রভাব

মানব মেটাপনিউমোভাইরাস (HMPV) সাধারণ ঠান্ডা লাগার মতো উপসর্গ তৈরি করে। এর সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ হয়ে যাওয়া এবং শ্বাসকষ্ট। গুরুতর ক্ষেত্রে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো জটিলতা দেখা দিতে পারে।

মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (CDC) অনুসারে, ভাইরাসটি সব বয়সের মানুষকে প্রভাবিত করতে পারে। তবে শিশু, বয়স্ক, এবং দুর্বল প্রতিরোধ ক্ষমতার মানুষেরা বেশি ঝুঁকিতে থাকে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এখনও এই প্রাদুর্ভাব নিয়ে কোনও বিবৃতি দেয়নি। প্রতিবেশী দেশগুলি, বিশেষত হংকং, পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করছে। হংকং থেকে কয়েকটি HMPV সংক্রমণের খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

বিমানবন্দরের কাছে বসবাসকারীদের জন্য বিপদ! গবেষণায় উঠে এসেছে, লাগাতার শব্দ ও আলোর প্রভাবে বাড়ছে ঘুমের সমস্যা, হার্ট ফেলিয়র, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি।

কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

কলকাতায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ বাড়ছে। আবহাওয়ার অস্থিরতায় হাঁপানি ও ফুসফুসের রোগীরা বিপাকে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি, ধুলো, ভাইরাস সংক্রমণ ও বাতাসে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট বাড়ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।