ট্রমাটিক বা গুরুতর মস্তিষ্কের আঘাতের কারণে শারীরিক অসুস্থতা ও মৃত্যু এড়াতে এবার থেকে আর সিটিস্ক্যান বা এমআরআই পদ্ধতির ওপর নির্ভর করতে হবে না। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এর গবেষকরা তৈরি করেছেন CEREBO বা সেরেবো নামক পোর্টেবল বা সহজে বহনযোগ্য যন্ত্র। এই বহনযোগ্য যন্ত্র খুব সহজে মাত্র ২ মিনিটের মধ্যে মস্তিষ্কের গুরুতর আঘাত বা অভ্যন্তরীণ রক্তপাত চিহ্নিত করতে পারে। এই যন্ত্রে অত্যাধুনিক ইনফ্রারেড স্পেকট্রোস্কপি প্রযুক্তির সঙ্গে মেশিন লার্নিং প্রযুক্তি মেশানো হয়েছে। নন ইনভেসিভ ডায়াগনস্টিক টুল তৈরি করা হয়েছে।
গ্রামাঞ্চলে সিটিস্ক্যান বা এমআরআই করার যন্ত্র পাওয়া যায় না অনেক সময়। বিশেষজ্ঞদের মতে, সেরেবোর মতো অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে চলা যন্ত্র জরুরি অবস্থায় মৃত্যু ও গুরুতর জটিল পরিস্থিতি সামলাতে পারবে।
অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে চলা যন্ত্রকে দেখতে অনেকটা হেয়ার ড্রায়ারের মতো। আইসিএমআর মেডিক্যাল ডিভাইস অ্যান্ড ডায়াগনস্টিক মিশন সেক্রেটেরিয়েট, এইমস ভোপাল, নিমহানস আর বায়োস্ক্যান রিসার্চের গবেষকরা মিলে এই বিশেষ যন্ত্র তৈরি করেন।
এমআরআই বা সিটিস্ক্যান যন্ত্রর দাম কয়েক কোটি টাকা হলেও সেরেবো নামক পোর্টেবল যন্ত্রর দাম পড়বে মাত্র ১৫ লাখ টাকা। এই বিশেষ যন্ত্রে এমন এক লার্নিং অ্যালগোরিদম রয়েছে যা মস্তিষ্কের গুরুতর অভ্যন্তরীন আঘাত ও রক্তপাত তাড়াতাড়ি চিহ্নিত করতে পারে। প্যারামেডিক্যাল স্টাফ এমনকি যে কোনো অপ্রশিক্ষিত মানুষও মাত্র ৩০ মিনিটের প্রশিক্ষণে এই যন্ত্র ব্যবহার করতে পারবে।
আরও পড়ুন: এড়িয়ে যাবেন না! পায়ের ফোলাভাবই হতে পারে ফ্যাটি লিভারের প্রাথমিক লক্ষণ