Homeশরীরস্বাস্থ্যবিশ্বের মোট ডায়াবেটিস রোগীর এক-চতুর্থাংশই ভারতে: ল্যানসেট রিপোর্ট

বিশ্বের মোট ডায়াবেটিস রোগীর এক-চতুর্থাংশই ভারতে: ল্যানসেট রিপোর্ট

প্রকাশিত

গোটা বিশ্বে এখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে মধুমেহ বা ডায়াবেটিস রোগ। প্রতি বছর ১৪ নভেম্বর পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। ল্যানসেট জার্নালের সাম্প্রতিক একটি গবেষণা রিপোর্টে বলা হয়েছে, গত ৩০ বছরে গোটা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে। এটা বেশি করে ঘটছে উন্নয়নশীল দেশেই। ২০২২ সালে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ডায়াবেটিস রোগী রয়েছে ভারতেই।

২০২২ সালে গোটা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল ৮২ কোটি ৮০ লক্ষ। এর মধ্যে এক-চতুর্থাংশ রয়েছে ভারতে। ল্যানসেট জার্নালে প্রকাশিত এনসিডি রিস্ক ফ্যাক্টর কোলাবোরেশন (NCD Risk Factor Collaboration) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র করা যৌথ গবেষণা রিপোর্টে বলা হয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য. ল্যানসেট জার্নালে প্রকাশিত গবেষণা রিপোর্টে বলা হয়েছে, ভারতে ৬২% ডায়াবেটিস রোগীর কোনো রকম চিকিৎসা হয়নি।

গোটা বিশ্বে দেড় হাজারের বেশি চিকিৎসকের সাহায্যে ডায়াবেটিসের মতো নন-কমিউনিকেবল অসুখে আক্রান্ত রোগীদের ওপর সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় দেখা গিয়েছে, ২০২২ সালে ভারতে ২১ কোটি ২০ লক্ষ ডায়াবেটিস রোগী রয়েছে, যা মোট জনসংখ্যার ২৩.৭%। এর মধ্যে ১৩ কোটি ৩০ লক্ষ ডায়াবেটিস রোগীর কোনো রকম চিকিৎসা হয়নি। কোনো দিন চিকিৎসা-না-হওয়া ডায়াবেটিস রোগীদের তালিকায় গোটা বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে ভারত। চিনে মোট ডায়াবেটিস রোগীর সংখ্যা ১৪কোটি ৮০ লক্ষ। এর মধ্যে ৭ কোটি ৮০ লখের কোনো রকম চিকিৎসা হয়নি।

ভারতে গত ৩ দশকে ডায়াবেটিস রোগীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। গোটা বিশ্বেই নয়ের দশক থেকে এখনো পর্যন্ত ডায়াবেটিস রোগীদের সংখ্যা ৪ গুণ বেড়েছে।

নয়ের দশকে ভারতে ১১.৯% মহিলা ও ১১.৩% পুরুষ ডায়াবেটিস রোগী ছিলেন। ২০২২ সালে মহিলা ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৩.৭% আর পুরুষ ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২১.৪%।

প্রধান গবেষক লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক মাজিদ এজ্জাতি জানান, কম আয় ও মধ্য আয়ের দেশে কমবয়সি ডায়াবেটিস রোগীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। অন্য দিকে জাপান, কানাডা, ফ্রান্স ও ডেনমার্কের মতো উন্নত দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা কমেছে বা একই আছে।

অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাদ্যাভ্যাসে বদল আর স্থুলতার কারণে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে বলে মনে করেন বিজ্ঞানীরা। ২০২২ সালে প্রতি ৫ জন ডায়াবেটিস রোগীর মধ্যে ৩ জনের বয়স ছিল ৩০ বছরের নীচে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

আরও পড়ুন

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

অক্টোবর-নভেম্বরে শিশুর ঠান্ডা-কাশি-জ্বরের মরশুম! সতর্ক থাকুন, জানুন প্রতিরোধ ও যত্নের ঘরোয়া উপায়

অক্টোবর-নভেম্বরে আবহাওয়া বদলের সঙ্গে বাড়ছে ভাইরাল সংক্রমণের ঝুঁকি। বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে ঠান্ডা-কাশি-জ্বরের সময় সতর্ক থাকুন। জানুন সহজ উপায়ে প্রতিরোধ ও যত্নের ঘরোয়া টিপস।