Homeশরীরস্বাস্থ্যগুণমান পরীক্ষায় ফেল! ফার্মা ইমপেক্সের স্যালাইনও নিষিদ্ধ, উদ্বেগে স্বাস্থ্যদপ্তর

গুণমান পরীক্ষায় ফেল! ফার্মা ইমপেক্সের স্যালাইনও নিষিদ্ধ, উদ্বেগে স্বাস্থ্যদপ্তর

প্রকাশিত

রাজ্যে স্যালাইন সংকট আরও গভীর হচ্ছে। এবার গুণমান পরীক্ষায় ফেল করল বারুইপুরের ফার্মা ইমপেক্সের স্যালাইন। যার ফলে এই সংস্থার স্যালাইনও নিষিদ্ধ ঘোষণা করল স্বাস্থ্যদপ্তর। একের পর এক সংস্থার স্যালাইন নিষিদ্ধ হওয়ায় বড়সড় স্বাস্থ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

দুই সংস্থার স্যালাইন নিষিদ্ধ, কী হবে এখন?

এর আগে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক প্রসূতির মৃত্যুর পর অভিযোগ ওঠে, ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল’-এর স্যালাইন ব্যবহারের কারণেই ওই ঘটনা ঘটেছে। সেই ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। পরিস্থিতি বিচার করে রাজ্য সরকার এই সংস্থার স্যালাইন নিষিদ্ধ করে এবং বিকল্প হিসেবে ফার্মা ইমপেক্সের স্যালাইন ব্যবহারের নির্দেশ দেয়।

কিন্তু এবার কেন্দ্র ও রাজ্যের ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা বারুইপুরের ফার্মা ইমপেক্স কারখানায় হানা দিয়ে স্যালাইনের গুণমান পরীক্ষা করেন। পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায় এই সংস্থার স্যালাইনকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে।

উদ্বেগে স্বাস্থ্যদপ্তর, জরুরি বৈঠক

এই পরিস্থিতিতে উদ্বেগে রাজ্যের স্বাস্থ্যদপ্তর। স্যালাইন সংকট মোকাবিলায় তড়িঘড়ি জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর কাছে জানানো হয়েছে, ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল’ এবং ফার্মা ইমপেক্স ছাড়া আর কোন সংস্থার স্যালাইন মজুত রয়েছে, তার বিস্তারিত রিপোর্ট দ্রুত জানাতে হবে।

রোগী পরিষেবায় প্রভাব পড়বে?

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসার জন্য স্যালাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একের পর এক সংস্থার স্যালাইন নিষিদ্ধ হওয়ায় চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নতুন সংস্থা থেকে স্যালাইন সংগ্রহের ব্যবস্থা না হলে রাজ্যে বড় ধরনের স্বাস্থ্য সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্যদপ্তরের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, “পরিস্থিতি যথেষ্ট জটিল। স্যালাইন সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত বিকল্প খোঁজা হচ্ছে।” তবে নতুন সংস্থার স্যালাইন ব্যবহারের আগে কঠোর গুণমান পরীক্ষা করা হবে বলেও জানিয়েছে স্বাস্থ্যদপ্তর।

এই স্যালাইন সংকটের দ্রুত সমাধান না হলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর ওপর বড় ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

বিমানবন্দরের কাছে বসবাসকারীদের জন্য বিপদ! গবেষণায় উঠে এসেছে, লাগাতার শব্দ ও আলোর প্রভাবে বাড়ছে ঘুমের সমস্যা, হার্ট ফেলিয়র, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি।

কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

কলকাতায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ বাড়ছে। আবহাওয়ার অস্থিরতায় হাঁপানি ও ফুসফুসের রোগীরা বিপাকে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি, ধুলো, ভাইরাস সংক্রমণ ও বাতাসে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট বাড়ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।