কমবয়সিরা কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোনে গেম খেলায় মগ্ন থাকলে অনেক সময়ই সমালোচনা হয়। কিন্তু জানেন কি অনলাইন গেমস সব সময় খারাপ নয়? অটিজম আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে অনলাইন গেম ইতিবাচক প্রভাব ফেলে।
সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা রিপোর্টে বলা হয়েছে, অটিজমের মতো নিউরোডেভেলপমেন্ট ডিজঅর্ডার বা স্নায়ুঘটিত রোগে আক্রান্তদের ক্ষেত্রে অনলাইন গেমস সোশ্যাল স্কিল বা সামাজিক ভাবে মেলামেশা বাড়িয়ে তুলতে সাহায্য করে। ব্রিটেনের প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই গবেষণা চালান।
গবেষকরা অটিজম আক্রান্ত ৮ জন ব্যক্তির একটি ছোট্ট দলের ওপর গবেষণা চালান। তাঁরা অটিজম আক্রান্ত ব্যক্তিদের ২টি খেলা সামনাসামনি ও অনলাইনে খেলতে বলেন। দেখা যায়, সামাজিকভাবে মেলামেশা করার ফলে স্বচ্ছন্দ হচ্ছেন অটিজম আক্রান্তরা। তাঁদের জড়তা, ভয় কেটে গেছে। গেম মাস্টারদের তত্ত্বাবধানে ৮ সপ্তাহ ধরে একটানা গবেষণা চালানো হয় অটিজম আক্রান্তদের ওপর। তারপর প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলা হয়।
প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী গ্রে আথারটন জানান, অটিজম আক্রান্তদের সম্পর্কে ভুল ধারণা আছে যে তাঁরা সামাজিক ভাবে মেলামেশা করতে পারেন না বা তাঁদের স্বপ্ন দেখার ক্ষমতা নেই। কিন্তু বাইরের খোলা জগতে অন্যদের সঙ্গে সহজে মেলামেশা করার পর আরও বেশি পরিমাণে স্বচ্ছন্দ হয়ে উঠেছেন অটিজম আক্রান্তরা। তাঁদের কাছে খেলাধুলো এক রাশ তাজা বাতাসের মতো।
আরও পড়ুন
কলেরা প্রতিরোধে নয়া টিকা ভারত বায়োটেকের