Home শরীরস্বাস্থ্য কলেরা প্রতিরোধে নয়া টিকা ভারত বায়োটেকের

কলেরা প্রতিরোধে নয়া টিকা ভারত বায়োটেকের

0

জলবাহিত রোগ কলেরা প্রতিরোধে বিশেষ উদ্যোগী হল ওষুধ প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক। ওরাল কলেরা টিকা তৈরি করেছে ভারত বায়োটেক। হিলম্যান ল্যাবরেটোরিজের সঙ্গে যৌথভাবে HILLCHOL নামে কলেরার টিকা তৈরি করেছে তারা। ছুঁচ ফুটিয়ে নয়, মুখ দিয়ে ড্রপ হিসাবে নেওয়া যাবে এই টিকা।

২০২১ সালের পর গোটা বিশ্বে কলেরা রোগের প্রার্দুভাব বেড়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সূত্রে খবর। ২৯২৩ সালে শুধু প্রথম ৩ মাসেই গোটা বিশ্বে ৩১টি দেশে আক্রান্ত হয়েছেন ৮,২৪,৪৭৯ জন। কলেরায় মৃত্যু হয়েছে ৫,৯০০ জনের। Vibrio cholerae নামক ব্যাক্টেরিয়ার সংক্রমণে ছড়ায় জলবাহিত রোগ কলেরা। ডায়েরিয়া ও জলশূন্যতা হল রোগের উপসর্গ।

ভারত বায়োটেকের হায়দরাবাদ ও ভুবনেশ্বরের ল্যাবরেটরিতে তৈরি হয়েছে কলেরা টিকার ২০ কোটি ডোজ। ভারত বায়োটেকের এক্সিকিউটিভ চেয়ারম্যান কৃষ্ণ এল্লার তরফে দাবি করা হয়েছে, এর মধ্যে একাধিকবার ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে নয়া টিকার। ১৪ দিন অন্তর ১ বছরের ঊর্ধ্বে বয়স এমন যে কোনো কলেরা রোগীকে এই টিকা দেওয়া যাবে। মোনো মাল্টিডোজ ফরম্যাটে তৈরি এই কলেরা টিকাকে রাখতে হবে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।

আরও পড়ুন

স্মার্টওয়াচ পরে তো ঘোরেন, অজান্তেই কী বিপদ ডেকে আনছেন জানেন কি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version