অত্যন্ত যন্ত্রণাদায়ক অটোইমিউন রোগ রিউমাটয়েড আর্থ্রাইটিস শরীরে বাসা বাঁধে উপসর্গ প্রকাশের আগেই। সাম্প্রতিক এক গবেষণায় এমনই চাঞ্চল্যকর দাবি উঠেছে।
রিউমাটয়েড আর্থ্রাইটিসে জয়েন্ট ফুলে ওঠে, প্রচণ্ড ব্যথা হয় এবং অনেক সময় তা গোটা শরীরে ছড়িয়ে পড়ে। আমেরিকার অ্যালেন ইনস্টিটিউটের গবেষক মার্ক গিলেসপি’র নেতৃত্বে টানা ৭ বছর ধরে চালানো গবেষণায় উঠে এসেছে, যে সব মানুষের শরীরে ACPএ অ্যান্টিবডি নামক বায়োমার্কার পাওয়া যায়, তাঁদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে অনেক বেশি।
গবেষকরা আরও জানিয়েছেন, রোগ প্রতিরোধকারী কোষে নানা অস্বাভাবিকতা দেখা যায়। বিশেষ করে মনোসাইট নামক শ্বেতকণিকা থেকে প্রচুর ইনফ্লেমটরি মলিকিউল তৈরি হয়, যা শরীরে প্রদাহ এবং জয়েন্ট ফুলে ওঠার জন্য দায়ী।
এই গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সাময়িকী সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন-এ। গবেষকদের মতে, এ ধরনের বায়োমার্কার আগে থেকেই শনাক্ত করা গেলে রোগ প্রতিরোধ বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে নতুন দিক খুলে যেতে পারে।
আরও পড়ুন: মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক! কৃত্রিম শর্করাতেও লুকিয়ে ভয়ঙ্কর বিপদ