Homeশরীরস্বাস্থ্যশহুরে জীবন, কর্মক্ষেত্রে মানসিক চাপ, ‘কুল ইমেজ’ দেখানোর মোহে ধুূমপান বাড়ছে তরুণী...

শহুরে জীবন, কর্মক্ষেত্রে মানসিক চাপ, ‘কুল ইমেজ’ দেখানোর মোহে ধুূমপান বাড়ছে তরুণী ও মহিলাদের মধ্যে, জানাচ্ছে সমীক্ষা

কলকাতায় তরুণী ও মহিলাদের মধ্যে তামাক ব্যবহারের হার বাড়ছে। সমীক্ষা জানাচ্ছে, ১৫-২৪ বছরের শহুরে মহিলাদের ১২% ধূমপান বা গুটখা খান। চিকিৎসকরা বলছেন, এর প্রভাব পুরুষদের তুলনায় মহিলাদের শরীরে অনেক বেশি ক্ষতিকর

প্রকাশিত

শহুরে জীবনের স্ট্রেস, চাকরিক্ষেত্রের চাপ, আর ‘কুল’ ইমেজের মোহ—এই তিনেই আটকা পড়ছেন শহরের তরুণীরা। কলকাতার ইনস্টিটিউট অফ হেলথ সিস্টেমস-এর এক সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে, ১৫ থেকে ২৪ বছর বয়সী শহুরে তরুণী ও মহিলাদের প্রায় ১২% ধূমপান বা অন্য কোনওভাবে তামাক ব্যবহার করছেন। সংখ্যাটি দ্রুত বাড়ছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে চিন্তার বিষয় হয়ে উঠেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র তথ্যানুসারে, ধূমপানকারী মহিলাদের স্ট্রোক, ফুসফুসের ক্যানসার ও বন্ধ্যাত্বের ঝুঁকি অধূমপায়ীদের তুলনায় প্রায় ৫০% বেশি। চিকিৎসকরা বলছেন, তামাকের ক্ষতি লিঙ্গনিরপেক্ষ হলেও মহিলাদের শরীরে এর প্রভাব আরও ভয়াবহ।

ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (NFHS)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাংলায় প্রতি দুই জন পুরুষের একজন ও প্রতি দশ জন মহিলার একজন ধূমপায়ী। কলকাতায় চিত্র আরও ভয়ঙ্কর—পুরুষদের মধ্যে ৮২% এবং মহিলাদের মধ্যে ২৩.৫% তামাক ব্যবহার করেন, যা দেশের সমস্ত মেট্রো শহরের মধ্যে সর্বাধিক।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বিপি পোদ্দার হাসপাতালের ফুসফুস বিশেষজ্ঞ ডাঃ অভিষেক কল্যাণ বলেন, “মহিলারা তামাকের ক্যানসারজনক প্রভাবে বেশি সংবেদনশীল। হরমোন ও জেনেটিক পার্থক্য এর ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। ক্যানসারের পাশাপাশি স্ট্রোক, বন্ধ্যাত্ব ও গর্ভাবস্থাজনিত জটিলতার আশঙ্কাও বেড়ে যায়।”

বিরলা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ-এর ডা. আহেলি মাইতির মতে, “তামাক ডিম্বাশয়ের রক্ত চলাচল কমায়, হরমোনে প্রভাব ফেলে এবং ডিম্বাণুর মান নষ্ট করে। ফলে গর্ভধারণের সম্ভাবনা অনেক কমে যায়।”

ফর্টিস হাসপাতালের পালমোনোলজির ডিরেক্টর ডা. সুস্মিতা রায়চৌধুরী আরও বলেন, “শহরের কর্মজীবী মহিলাদের মধ্যে ধূমপান বাড়ছে মূলত অফিসের চাপ, সহকর্মীদের প্রভাব বা ‘স্বাধীনতা’র ভাবমূর্তির কারণে। একবার শুরু করলে অনেকেই সহজে ছাড়তে পারেন না।”

বিশেষজ্ঞদের মত, এই প্রবণতা রুখতে তামাকবিরোধী আইন আরও কঠোর প্রয়োগ করা জরুরি। পাশাপাশি মানসিক চাপ কমানোর ব্যবস্থা, কাউন্সেলিং এবং সহজে প্রাপ্য ‘স্মোকিং সিসেশন’ প্রোগ্রাম চালু করাও প্রয়োজন।

ডা. মাইতির মতে, “তরুণ প্রজন্মকে বোঝাতে হবে—ধূমপান কোনও স্বাধীনতার প্রতীক নয়, বরং নিঃশব্দে শরীরকে দুর্বল করে দেওয়ার অস্ত্র,”।

আরও পড়ুন: রাতে ঘুম ভেঙে যায় দুঃস্বপ্নে? অবহেলা নয়, লুকিয়ে থাকতে পারে মানসিক বিপদ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।

আরও পড়ুন

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।