Homeশরীরস্বাস্থ্যশহুরে জীবন, কর্মক্ষেত্রে মানসিক চাপ, ‘কুল ইমেজ’ দেখানোর মোহে ধুূমপান বাড়ছে তরুণী...

শহুরে জীবন, কর্মক্ষেত্রে মানসিক চাপ, ‘কুল ইমেজ’ দেখানোর মোহে ধুূমপান বাড়ছে তরুণী ও মহিলাদের মধ্যে, জানাচ্ছে সমীক্ষা

কলকাতায় তরুণী ও মহিলাদের মধ্যে তামাক ব্যবহারের হার বাড়ছে। সমীক্ষা জানাচ্ছে, ১৫-২৪ বছরের শহুরে মহিলাদের ১২% ধূমপান বা গুটখা খান। চিকিৎসকরা বলছেন, এর প্রভাব পুরুষদের তুলনায় মহিলাদের শরীরে অনেক বেশি ক্ষতিকর

প্রকাশিত

শহুরে জীবনের স্ট্রেস, চাকরিক্ষেত্রের চাপ, আর ‘কুল’ ইমেজের মোহ—এই তিনেই আটকা পড়ছেন শহরের তরুণীরা। কলকাতার ইনস্টিটিউট অফ হেলথ সিস্টেমস-এর এক সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে, ১৫ থেকে ২৪ বছর বয়সী শহুরে তরুণী ও মহিলাদের প্রায় ১২% ধূমপান বা অন্য কোনওভাবে তামাক ব্যবহার করছেন। সংখ্যাটি দ্রুত বাড়ছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে চিন্তার বিষয় হয়ে উঠেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র তথ্যানুসারে, ধূমপানকারী মহিলাদের স্ট্রোক, ফুসফুসের ক্যানসার ও বন্ধ্যাত্বের ঝুঁকি অধূমপায়ীদের তুলনায় প্রায় ৫০% বেশি। চিকিৎসকরা বলছেন, তামাকের ক্ষতি লিঙ্গনিরপেক্ষ হলেও মহিলাদের শরীরে এর প্রভাব আরও ভয়াবহ।

ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (NFHS)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাংলায় প্রতি দুই জন পুরুষের একজন ও প্রতি দশ জন মহিলার একজন ধূমপায়ী। কলকাতায় চিত্র আরও ভয়ঙ্কর—পুরুষদের মধ্যে ৮২% এবং মহিলাদের মধ্যে ২৩.৫% তামাক ব্যবহার করেন, যা দেশের সমস্ত মেট্রো শহরের মধ্যে সর্বাধিক।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বিপি পোদ্দার হাসপাতালের ফুসফুস বিশেষজ্ঞ ডাঃ অভিষেক কল্যাণ বলেন, “মহিলারা তামাকের ক্যানসারজনক প্রভাবে বেশি সংবেদনশীল। হরমোন ও জেনেটিক পার্থক্য এর ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। ক্যানসারের পাশাপাশি স্ট্রোক, বন্ধ্যাত্ব ও গর্ভাবস্থাজনিত জটিলতার আশঙ্কাও বেড়ে যায়।”

বিরলা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ-এর ডা. আহেলি মাইতির মতে, “তামাক ডিম্বাশয়ের রক্ত চলাচল কমায়, হরমোনে প্রভাব ফেলে এবং ডিম্বাণুর মান নষ্ট করে। ফলে গর্ভধারণের সম্ভাবনা অনেক কমে যায়।”

ফর্টিস হাসপাতালের পালমোনোলজির ডিরেক্টর ডা. সুস্মিতা রায়চৌধুরী আরও বলেন, “শহরের কর্মজীবী মহিলাদের মধ্যে ধূমপান বাড়ছে মূলত অফিসের চাপ, সহকর্মীদের প্রভাব বা ‘স্বাধীনতা’র ভাবমূর্তির কারণে। একবার শুরু করলে অনেকেই সহজে ছাড়তে পারেন না।”

বিশেষজ্ঞদের মত, এই প্রবণতা রুখতে তামাকবিরোধী আইন আরও কঠোর প্রয়োগ করা জরুরি। পাশাপাশি মানসিক চাপ কমানোর ব্যবস্থা, কাউন্সেলিং এবং সহজে প্রাপ্য ‘স্মোকিং সিসেশন’ প্রোগ্রাম চালু করাও প্রয়োজন।

ডা. মাইতির মতে, “তরুণ প্রজন্মকে বোঝাতে হবে—ধূমপান কোনও স্বাধীনতার প্রতীক নয়, বরং নিঃশব্দে শরীরকে দুর্বল করে দেওয়ার অস্ত্র,”।

আরও পড়ুন: রাতে ঘুম ভেঙে যায় দুঃস্বপ্নে? অবহেলা নয়, লুকিয়ে থাকতে পারে মানসিক বিপদ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ২য় টেস্ট: যশস্বীর সেঞ্চুরি, হাতছাড়া সুদর্শনের, বড়ো রানের দিকে শুভমনরা

ভারত: ৩১৮-২ (যশস্বী জয়সওয়াল ১৭৩ নট আউট, সাই সুদর্শন ৮৭, জোমেল ওয়ারিকান ২-৬০) দিল্লি: সারাদিন...

‘কান্তারা: চ্যাপ্টার ১’ ঝড়! প্রথম সপ্তাহেই আয় ৫০৯ কোটি, আইএমডিবি র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে ঋষভ শেট্টি

ঋষভ শেট্টির বহুল প্রতীক্ষিত ছবি ‘কান্তারা: চ্যাপ্টার ১’ মুক্তির পর প্রথম সপ্তাহেই বক্স অফিসে...

রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে এখনও সক্রিয় বর্ষা। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি।

আরও পড়ুন

ভারতে ওষুধের মান নিয়ন্ত্রণে পদ্ধতিগত দূর্বলতা রয়েছে, বিপদ ঘটতে পারে আন্তর্জাতিক স্তরেও, উদ্বেগ হু-র

মধ্যপ্রদেশ ও রাজস্থানে অন্তত ২০ শিশুর মৃত্যু দূষিত কফ সিরাপ খেয়ে। কফ সিরাপে বিষাক্ত ডাইইথিলিন গ্লাইকোল মেলায় উদ্বিগ্ন WHO। সংস্থার মালিক গ্রেফতার, উৎপাদন বন্ধের নির্দেশ।

অবিশ্বাস্য সাফল্য! ১২ ঘণ্টার জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে লেবুর আকারের টিউমার অপসারণ করল ফর্টিস হাসপাতাল

ফর্টিস আনন্দপুর হাসপাতালে ১২ ঘণ্টার জটিল অস্ত্রোপচারে মস্তিষ্ক থেকে লেবুর আকারের টিউমার অপসারণ। মায়ানমারের ৪০ বছরের এক মহিলার সফল চিকিৎসা বিশ্বমানের স্বাস্থ্যসেবার দৃষ্টান্ত স্থাপন করল।

চাঞ্চল্যকর কেন্দ্রীয় রিপোর্ট! প্রতি ৩ জন ভারতীয় শিশুর মধ্যে ১ জনের শরীরে অতিরিক্ত কোলেস্টেরল

‘চিল্ড্রেন ইন ইন্ডিয়া ২০২৫’ রিপোর্টে কেন্দ্রের চাঞ্চল্যকর দাবি—ভারতে প্রতি ৩ জন শিশুর মধ্যে ১ জনের রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। পশ্চিমবঙ্গে সংখ্যাটা ৬৭%! ছোটবেলায় ফ্যাট জমলে ভবিষ্যতে হার্ট, ডায়াবেটিস ও স্থুলতার ঝুঁকি বাড়বে বলে সতর্ক বিশেষজ্ঞরা।