Homeশরীরস্বাস্থ্যস্বাস্থ্যদপ্তরের কড়া বার্তা: সিনিয়র চিকিৎসক ছাড়া পিজিটিরা অপারেশন করতে পারবেন না

স্বাস্থ্যদপ্তরের কড়া বার্তা: সিনিয়র চিকিৎসক ছাড়া পিজিটিরা অপারেশন করতে পারবেন না

প্রকাশিত

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে পিজিটিদের (পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি) এককভাবে অস্ত্রোপচার করার উপর নিষেধাজ্ঞা আরোপ করল স্বাস্থ্যদপ্তর। শনিবার রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের সুপার, উপাধ্যক্ষ এবং অধ্যক্ষদের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই কড়া বার্তা পাঠানো হয়েছে।

অপারেশনে সিনিয়র চিকিৎসক আবশ্যক

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কোনও অবস্থাতেই পিজিটি চিকিৎসকদের এককভাবে অস্ত্রোপচার করতে দেওয়া যাবে না। সিনিয়র চিকিৎসকদের উপস্থিতি ছাড়া কোনও অস্ত্রোপচার পরিচালনা করা যাবে না। একইসঙ্গে, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের অপারেশন থিয়েটারের বাইরে সিসি ক্যামেরা লাগানোরও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্দিষ্টভাবে বোঝা যায় কারা অপারেশন থিয়েটারে প্রবেশ করছেন।

কেন এই কড়া নির্দেশিকা?

স্বাস্থ্যদপ্তরের মতে, সাম্প্রতিক সময়ে বেশ কিছু মর্মান্তিক মৃত্যুর ঘটনা এই নির্দেশিকার কারণ। যেমন, কলকাতা মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর তদন্তে দেখা গিয়েছিল যে, অপারেশন চলাকালীন কোনও সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন না। শুধুমাত্র পিজিটি চিকিৎসকরাই দায়িত্ব পালন করেছিলেন।

চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজের আরেকটি ঘটনায়, তৃতীয় বর্ষের এক পিজিটি একা অপারেশন করেছিলেন, যার ফলে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠে।

সিনিয়রদের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন

তদন্তে আরও দেখা গিয়েছে যে, দুপুরের পর থেকে অনেক সিনিয়র সার্জন আর হাসপাতালে থাকেন না। তাঁরা নিজেদের প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত হয়ে পড়েন এবং অপারেশন থিয়েটারের গুরুদায়িত্ব পিজিটিদের উপর চাপিয়ে দেন। স্বাস্থ্যদপ্তরের মতে, এটি শুধু রোগীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে না, বরং পিজিটিদের পেশাগত ভবিষ্যতেও প্রভাব ফেলে।

স্বাস্থ্যদপ্তরের বার্তা

স্বাস্থ্যদপ্তরের শীর্ষকর্তারা এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে চায়। তাঁদের বক্তব্য, প্রতিটি রোগীর জীবন অমূল্য, তাই কোনওভাবেই অপারেশনের সময় প্রয়োজনীয় দায়িত্বে অবহেলা মেনে নেওয়া হবে না।

সিসি ক্যামেরার ভূমিকা

নির্দেশিকায় সিসি ক্যামেরা স্থাপনের গুরুত্বও উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে অপারেশন থিয়েটারের কার্যকলাপ পর্যবেক্ষণ করা যাবে এবং ভবিষ্যতে এমন অনিয়ম রোধ করা সম্ভব হবে।

স্বাস্থ্যদপ্তরের এই কড়া পদক্ষেপে চিকিৎসকরা জবাবদিহি করতে বাধ্য হবেন এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকারি সংস্থায় স্টাইপেন্ড-সহ ইন্টার্নশিপ করার সুযোগ, কী ভাবে করবেন রেজিস্ট্রেশন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।