Homeশরীরস্বাস্থ্যকোথায় গড়ে উঠেছে দেশের প্রথম ডায়াবেটিস বায়োব্যাঙ্ক, কী তার কাজ

কোথায় গড়ে উঠেছে দেশের প্রথম ডায়াবেটিস বায়োব্যাঙ্ক, কী তার কাজ

প্রকাশিত

ভারতে ক্রমশ বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। শুধু বয়স্করাই নয়, কমবয়সিরাও আজকাল ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। জীবনযাপনে উচ্ছৃঙ্খলতা ও খাদ্যাভ্যাসে পরিবর্তনের কারণে কমবয়সিরাও আজকাল ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। ভারতীয়দের জন্য কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর, ICMR) ও মাদ্রাজ ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশন (এমডিআরএফ) যৌথ ভাবে চেন্নাইয়ে ভারতের প্রথম ডায়াবেটিস বায়োব্যাঙ্ক তৈরি করেছে।

কী কাজ করবে ভারতের প্রথম ডায়াবেটিস বায়োব্যাঙ্ক

উন্নত মানের গবেষণার মাধ্যমে ডায়াবেটিসের চিকিৎসা করা হবে। মাদ্রাজ ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশন (এমডিআরএফ, MDRF)-এর সভাপতি ভি মোহন জানান, বায়োব্যাঙ্ক ডায়াবেটিস রোগের চিকিৎসার জন্য নতুন বায়োমার্কার চিহ্নিত করতে সাহায্য করবে। প্রথম থেকে ডায়াবেটিসের চিকিৎসা শুরু করতে সাহায্য করবে। টাইপ টু, টাইপ ওয়ান আর জেস্টাশনাল ডায়াবেটিস নিয়ে গবেষণায় সাহায্য করবে এই বায়োব্যাঙ্ক।

রেজিস্ট্রি অফ পিপল উইথ ডায়াবেটিস স্টাডির গবেষণায় দেখা গিয়েছে, গড়ে ১২.৯ বছর বয়সে ধরা পড়ে টাইপ ওয়ান ডায়াবেটিস আর টাইপ টু ডায়াবেটিস ধরা পড়ে গড়ে ২১.৭ বছর বয়সে। অনেক সময় অনেক ডায়াবেটিস রোগীর শরীরে ধরা পড়ে অনেক দেরিতে। চিকিৎসার দেরি হয়। গোটা দেশে এর মধ্যে ডায়াবেটিস মহামারি হয়ে দাঁড়িয়েছে। ১০ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। উন্নত রাজ্যে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে।

২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত আইসিএমআর-ইন্ডিয়াবি (ICMR-INDIAB) ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১.২ লাখ মানুষের ওপর গবেষণা চালায়। দ্বিতীয় গবেষণা চালানো হয় সাড়ে ৫ হাজার মানুষের ওপর। এই দুটি গবেষণার তথ্য বায়োব্যাঙ্কের কাছে। দু’টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

আরও পড়ুন

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

বিমানবন্দরের কাছে বসবাসকারীদের জন্য বিপদ! গবেষণায় উঠে এসেছে, লাগাতার শব্দ ও আলোর প্রভাবে বাড়ছে ঘুমের সমস্যা, হার্ট ফেলিয়র, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি।

কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

কলকাতায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ বাড়ছে। আবহাওয়ার অস্থিরতায় হাঁপানি ও ফুসফুসের রোগীরা বিপাকে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি, ধুলো, ভাইরাস সংক্রমণ ও বাতাসে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট বাড়ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।