Home শরীরস্বাস্থ্য খুব কষে কোমরে পোশাকের দড়ি বাঁধছেন? মারণ রোগকে ডেকে আনছেন না তো?

খুব কষে কোমরে পোশাকের দড়ি বাঁধছেন? মারণ রোগকে ডেকে আনছেন না তো?

0

অনেকেরই অভ্যাস থাকে সায়া, সালওয়ার বা পাজামার দড়ি খুব টাইট করে বা কষে কোমরে বাঁধার। অজ্ঞাতসারেই আপনার এই সাধারণ অভ্যাস আপনাকে মারণ রোগের মুখে ঠেলে দিচ্ছে না তো?

‘বিএমজে কেস রিপোর্টস’ জার্নালে প্রকাশিত গবেষণা রিপোর্টে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে একটানা খুব টাইট করে কোমরে পোশাকের দড়ি বাঁধা থাকলে তার থেকে ‘পেটিকোট ক্যানসার’ হওয়ার আশঙ্কা বাড়ে। এর মধ্যেই ভারতে এক গ্রামের দুই মহিলা এই পেটিকোট ক্যানসারে বা কষে কোমরে পোশাকের দড়ি বাঁধার কারণে হওয়া ক্যানসারে আক্রান্ত হয়েছেন। দু’জনেই শাড়ি পরতেন। সায়ার দড়ি খুব টাইট করে কোমরে বাঁধার অভ্যাস ছিল বলে জানান চিকিৎসকরা।

গবেষণা রিপোর্টে আরও বলা হয়েছে, খুব টাইট করে কোমরে পোশাকের দড়ি বাঁধলে তার থেকে যে চাপ ও ঘষাঘষি হয় তার জন্য ত্বক ফুলে যায়। দীর্ঘ সময় ধরে একটানা এটা হয়ে থাকলে তার থেকে আলসার বা ঘা হয়ে যায়। এর ফলে ত্বকের ক্যানসার হতে পারে। আগে এই ধরনের ক্যানসারকে বলা হত ‘শাড়ি ক্যানসার’। কিন্তু পরে দেখা যায় শাড়ি নয় পেটিকোট বা সায়া, সালওয়ার বা পাজামার দড়ি বাঁধা থাকলে তার থেকেই ত্বক ফুলে গিয়ে আলসার ও পরে ক্যানসার ছড়িয়ে পড়ছে।

প্রথমে ভারতে ৭০ বছর বয়সি এক বৃদ্ধা আক্রান্ত হন পেটিকোট ক্যানসারে। ১৮ মাস ধরে তাঁর ডান কোমরে হওয়া আলসারের কারণে তিনি খুব যন্ত্রণা পাচ্ছিলেন। কিছুতেই অসুখ সারছিল না। ব্যথা ও ঘায়ের জায়গার ত্বকের রঙ বদলে যায়। ওই রোগিণীর অভ্যাস খুব টাইট করে সায়ার দড়ি বাঁধার। বায়োপসি রিপোর্টে দেখা যায়, ওই বৃদ্ধা মারজোলিন আলসার (Marjolin Ulcer) বা স্কোয়ামাউস সেল কার্সিনোমা (Squamous cell carcinoma) বা এক ধরনের ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ওই বৃদ্ধার মতোই ৬০ বছরের ঊর্ধ্বে এক প্রৌঢ়াও একই ভাবে মারজোলিন আলসার-এ আক্রান্ত হন। তাঁরও পোশাকের দড়ি বাঁধার কারণে হওয়া ডান কোমরের ঘা দু’ বছর ধরেও সারছিল না। যখন তিনি চিকিৎসকের কাছে যান তার আগেই ক্যানসার অনত্র ছড়িয়ে পড়েছে।

চিকিৎসকরা জানান, মারজোলিন আলসার খুব বিরল তবে তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। খুব টাইট করে কোমরে পোশাকের দড়ি বাঁধলে বারবার ঘষাঘষি থেকে কিউটানিয়াস অ্যাট্রফি (cutaneous atrophy) বা স্কিন অ্যাট্রফি (skin atrophy)  হয়। তার থেকে আলসার ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে একটানা টাইট করে কোমরে পোশাকের দড়ি বাঁধা থাকার কারণে আলসার বা ঘা দ্রুত সারতে চায় না। আলসার থেকে দ্রুত ক্যানসার ছড়িয়ে পড়ে।

চিকিৎসকদের পরামর্শ কোমরে পোশাকের দড়ি আলগা করে বাঁধুন। ত্বকের সমস্যা হলে তা দ্রুত নিরাময়ের ব্যবস্থা করুন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version