Homeশরীরস্বাস্থ্য‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে...

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

প্রকাশিত

‘জিরো ক্যালরি’, ‘ডায়েট ড্রিংক’ বা ‘সুগার-ফ্রি’— নাম শুনেই অনেকে নিশ্চিন্তে ঠান্ডা পানীয় হাতে তুলে নেন। অনেকেরই বিশ্বাস, এতে চিনি নেই, তাই শরীরের ক্ষতি হওয়ার প্রশ্নই নেই। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে একেবারে ভিন্ন চিত্র।

চিনের সুঝুর সুচাও বিশ্ববিদ্যালয় অনুমোদিত ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতালের গ্যাসট্রোএনটেরোলজি বিভাগের গবেষক লিহে লিউ প্রকাশ করেছেন এক বিস্ময়কর গবেষণাপত্র, যা সম্প্রতি প্রকাশিত হয়েছে ইউনাইটেড ইউরোপিয়ান গ্যাসট্রোএনটেরোলজি জার্নালে।

গবেষণায় দেখা গেছে, নিয়মিতভাবে জিরো ক্যালরি বা কৃত্রিম শর্করা দেওয়া ঠান্ডা পানীয় খেলে ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

এই গবেষণায় অংশ নেন ব্রিটেনের ১,২৩,৭৮৮ জন সুস্থ ব্যক্তি, যাঁদের আগে লিভারের কোনও অসুখ ছিল না। তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে বারবার কৃত্রিম শর্করা যুক্ত ঠান্ডা পানীয় খেতে বলা হয়।

 গবেষণার ফলাফল
– দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণে দেখা যায়, ১০ বছরের মধ্যে এই অংশগ্রহণকারীদের মধ্যে ১,১৭৮ জন ফ্যাটি লিভারে আক্রান্ত হন।
– এর মধ্যে ১০৮ জনের মৃত্যু হয়।
– যারা নিয়মিত “লো ক্যালরি” বা “সুগার-ফ্রি” ঠান্ডা পানীয় পান করেছেন, তাঁদের মধ্যেই ঝুঁকি সর্বাধিক।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পানীয়তে ব্যবহৃত কৃত্রিম শর্করা (Artificial Sweeteners) লিভারের মেটাবলিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। এর ফলে ফ্যাট জমতে থাকে লিভারে, যা সময়ের সঙ্গে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (NAFLD)-এ রূপ নেয়। চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, জিরো ক্যালরির প্রলোভনে বারবার এই ধরনের পানীয় খাওয়া অত্যন্ত বিপজ্জনক। 

আরও পড়ুন: সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

আরও পড়ুন

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

অক্টোবর-নভেম্বরে শিশুর ঠান্ডা-কাশি-জ্বরের মরশুম! সতর্ক থাকুন, জানুন প্রতিরোধ ও যত্নের ঘরোয়া উপায়

অক্টোবর-নভেম্বরে আবহাওয়া বদলের সঙ্গে বাড়ছে ভাইরাল সংক্রমণের ঝুঁকি। বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে ঠান্ডা-কাশি-জ্বরের সময় সতর্ক থাকুন। জানুন সহজ উপায়ে প্রতিরোধ ও যত্নের ঘরোয়া টিপস।

ভারতে ওষুধের মান নিয়ন্ত্রণে পদ্ধতিগত দূর্বলতা রয়েছে, বিপদ ঘটতে পারে আন্তর্জাতিক স্তরেও, উদ্বেগ হু-র

মধ্যপ্রদেশ ও রাজস্থানে অন্তত ২০ শিশুর মৃত্যু দূষিত কফ সিরাপ খেয়ে। কফ সিরাপে বিষাক্ত ডাইইথিলিন গ্লাইকোল মেলায় উদ্বিগ্ন WHO। সংস্থার মালিক গ্রেফতার, উৎপাদন বন্ধের নির্দেশ।