Home জীবন যেমন খাওয়দাওয়া ফাদার্স ডে-তে বাবার সঙ্গে কাটান বিশেষ মুহূর্ত, IHCL হোটেলগুলি দিচ্ছে বিশেষ অফার,...

ফাদার্স ডে-তে বাবার সঙ্গে কাটান বিশেষ মুহূর্ত, IHCL হোটেলগুলি দিচ্ছে বিশেষ অফার, খরচ?

ফাদার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন

ফাদার্স ডে উপলক্ষে টাটা গ্রুপের ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড অধীনস্থ কলকাতা বিভিন্ন হোটেলগুলি দিচ্ছে বিশেষ অফার ও অনন্য এক অভিজ্ঞতা লাভের সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে বাবার সঙ্গে কাটান কিছু স্মরণীয় মুহূর্ত।

টাজ বেঙ্গল, কলকাতা

ফাদার্স ডে-তে টাজ বেঙ্গল, কলকাতায় বাবাকে দিন এক অবিস্মরণীয় অভিজ্ঞতা লাভের সুযোগ।

ক্যাল ২৭

ফাদার্স ডে’র বিশেষ ব্রাঞ্চ – ১৬ই জুন ২০২৪

সময়: দুপুর ১২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত

বাবাকে নিয়ে উপভোগ করুন ক্যাল ২৭-এ বিশেষ ব্রাঞ্চ। মেনুতে থাকবে লাইভ পিজ্জা ও পাস্তা, ইন্টার ন্যাশানল গ্রিল স্টেশন, সিফুড, রোস্ট ও ডেসার্ট। এছাড়া লাইভ ক্রুনার ও সিলেক্ট বেভারেজ থাকবে।

মূল্য:

  • ২৫০০ টাকা প্লাস ট্যাক্স প্রতি জন
  • ৩৪০০ টাকা প্লাস ট্যাক্স প্রতি জন (সিলেক্ট বেভারেজ সহ)

বিস্তারিত জানতে ফোন করুন: +৯১-৩৩-৬৬১২ ৩৩১০/৩৯৩৯

লা প্যাটিসেরি

ফাদার্স ডে’র বিশেষ হ্যাম্পার – ১৬ই জুন ২০২৪

ফাদার্স ডে উদযাপন করুন বিশেষ হ্যাম্পার দিয়ে।

মূল্য: ৫০০০ টাকা থেকে শুরু

রিজার্ভেশনের জন্য কল করুন: মিঠুন – +৯১-৯১২৬৪২২২০০ / ম

নোজ – +৯১-৮৩৩৪৮৮৮৪৫৬

টাজ সিটি সেন্টার নিউটাউন, কলকাতা

বাবাকে নিয়ে চলে আসুন টাজ সিটি সেন্টার নিউটাউন, কলকাতায়। এখানে পাবেন আধুনিক সুযোগ-সুবিধাসহ এক স্বপ্নময় নিভৃত আবাসস্থল।

শামিয়ানা

ফাদার্স ডে’র মেনু – ১৬ই জুন ২০২৪

সময়: ১২:৩০ pm থেকে ৩:৩০ pm

বাবাকে নিয়ে উপভোগ করুন শামিয়ানা-র গ্র্যান্ড বুফে।

মূল্য:

  •  ২২০০ টাকা প্লাস ট্যাক্স প্রতি জন (সফট বেভারেজ সহ)
  •  ২৫০০ টাকা প্লাস ট্যাক্স প্রতি জন (সিলেক্ট বেভারেজ সহ)

বিস্তারিত জানতে কল করুন: +৯১-৬২৯২২৮৮৫৬৩

টাজ তাল কুটির, কলকাতা

ফাদার্স ডে পালন করুন অনন্য স্টাইলে। টাজ তাল কুটির, কলকাতা অফার করছে বিশেষ অভিজ্ঞতা।

লেকভিউ লাউঞ্জ

ফাদার্স ডে’র হাই-টি – ১৪ই জুন থেকে ১৬ই জুন ২০২৪

সময়:  বিকাল ৪ থেকে সন্ধ্যা ৭ টা

উপভোগ করুন দেশ-বিদেশের “কান্ট্রি চিক” ডেলিকেসি। থাকবে সেরা চা, কফি ও আর্টিসানাল পেস্ট্রি।

মূল্য:  ৯৯৫ টাকা প্লাস ট্যাক্স প্রতি জন

রিজার্ভেশনের জন্য কল করুন: +৯১ ৩৩ ২২০২ ০৯৬০

ভিভান্তা কলকাতা, ই এম বাইপাস

বাবাকে উপহার দিন বিশেষ খাওয়া-দাওয়া। থাকবে নানা স্বাদের সিগনেচার ডিশ।

মিন্ট

ফাদার্স ডে’র বিশেষ মেনু – ১৬ই জুন ২০২৪

সময়: দুপুর ১২:৩০ থেকে বিকাল ৩:৩০ 

মূল্য: ২০০০ টাকা প্লাস ট্যাক্স প্রতি জন

বিস্তারিত জানতে কল করুন: +৯১-৬২৯২২৭৪০০৩

রাজকুটির, কলকাতা – আইএইচসিএল সেলেকশনস

রাজকুটিরে সময়ের পেছনে ফিরে গিয়ে পালন করুন ফাদার্স ডে। এই ঐতিহ্যবাহী হোটেল দিবে স্মরণীয় অভিজ্ঞতা।

ইস্ট ইন্ডিয়া রুম

ফাদার্স ডে’র বিশেষ লাঞ্চ – ১৬ই জুন ২০২৪

সময়: দুপুর ১২:৩০ থেকে বিকাল ৪:০০ 

বাবাকে নিয়ে উপভোগ করুন মাল্টি-কুইজিন মেনু। এছাড়া থাকছে বিশেষ পেস্ট্রি ও কার্ড।

মূল্য:

  •  ১৭৯৯ টাকা ** প্লাস ট্যাক্স প্রতি জন
  •  ৮৯৯ টাকা ** প্লাস ট্যাক্স প্রতি শিশু (৬-১২ বছর বয়সের জন্য)

বিস্তারিত জানতে কল করুন: +৯১-৬২৮৯৪৬১৯৭২

দ্য সুইগ

ফাদার্স ডে’তে বিশেষ অফার – ১৬ই জুন ২০২৪

সময়: সন্ধে ৭:০০ থেকে ১১:০০

বাবাকে নিয়ে উপভোগ করুন বিনামূল্যে প্রথম সিলেক্ট বেভারেজ।

মূল্য: ৫০০ টাকা** থেকে শুরু

বিস্তারিত জানতে ফোন করুন: +৯১ ৬২৮৯৪৬১৯৭২

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version