Home জীবন যেমন সম্পর্ক সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে ফেব্রুয়ারি মাসে এই ৫টি ভুল ভুলেও করবেন না

সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে ফেব্রুয়ারি মাসে এই ৫টি ভুল ভুলেও করবেন না

0

মন দিয়ে বসে আছেন নিজের পছন্দের মানুষকে। প্রেমের সবচেয়ে বড় উদ্দেশ্য পুরো জীবন একসঙ্গে থাকতে চাওয়া। বিয়ের প্রতিশ্রুতি নিয়েই বেশিরভাগ মানুষ প্রেমের সম্পর্কে জড়াতে চায়। বাকি জীবন ঠিকভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করতে চান দু’জনে মিলে।

কিন্তু প্রেম ও দাম্পত্যের সম্পর্কের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটি খুবই স্পেশাল! এই মাসেই নতুন সম্পর্কের শুরু থেকে সম্পর্ক মজবুত করার অনেক সুযোগ রয়েছে। তবে অবাক করা বিষয় হলো, সবচেয়ে বেশি ব্রেকআপ ঘটে প্রেমের মাস এই ফেব্রুয়ারিতেই। এর পিছনে মূলত তিনটি কারণ তুলে ধরছেন সম্পর্ক বিশেষজ্ঞরা।

জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ কারণগুলি।

১। অপূর্ণ প্রত্যাশা, সঙ্গীর দোষ খোঁজা-

ফেব্রুয়ারি মাসে নতুন সম্পর্কের ইঙ্গিত, নতুন বন্ধুত্বের সম্ভাবনা বেড়ে যায়। এর পাশাপাশি এই সময় উপহার পাওয়া বা বিশেষ দিন সেলিব্রেট করার প্রত্যাশা অনেকের মধ্যেই প্রবল থাকে। এই প্রত্যাশাগুলো পূরণ না হলেই সঙ্গীর নানা দোষ খুঁজে পেতে শুরু করেন সম্পর্কে থাকা দুটি মানুষ। সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, প্রেমের মাস ফেব্রুয়ারিতে নতুন সঙ্গী খোঁজার চেষ্টা করে তরুণরা। এর ফলে নতুন সম্পর্ক গঠন এবং বিচ্ছেদের আশঙ্কা বেড়ে যায়।

২। একঘেয়েমি ও তিক্ততা-

সম্পর্ক বেশি সময় অতিবাহিত হলে একঘেয়েমি তৈরি হয়। এছাড়া বর্তমান সময়ে মানুষ ব্যক্তি স্বাধীনতার ধারণা নিয়ে এগোচ্ছে। এই কারণ ছাড়াও এমন অনেক কারণ রয়েছে, যার জন্য মানুষ পুরনো সম্পর্ক ভাঙতে এক মিনিটও সময় নেয় না।

৩। সম্পর্কের মধ্যে প্রতিযোগিতা-

সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হন প্রতিটি দম্পতিই। কোথাও ইতিবাচকতা আবার কোথাও নেতিবাচকতা।

ফেব্রুয়ারি মাসে অনেক দম্পতি ভ্রমণ, আউটিং বা অন্য উপায়ে সম্পর্ককে উপভোগ করেন। অন্যদিকে, কিছু কারণে অনেকে এই আনন্দ থেকে বঞ্চিত হন। অন্যের সুখ দেখেও অনেক দম্পতির মধ্যে সমস্যা, সাধ্যের বেশি প্রত্যাশা তৈরি হয়। এই ধরনের মানসিক সমস্যা, ঈর্ষার কারণে ব্রেকআপ হতে পারে।

৪। কথা না বলা-

প্রতিটি সম্পর্কেই কথা বলা খুবই জরুরি। কথার মাধ্যমেই একটি মানুষ অপর মানুষটিকে জানতে পারেন, তাঁকে বুঝতে পারেন। তারপরই সম্পর্ক এগিয়ে যায়। তবে বহু মানুষ সম্পর্কে আসার পরও সঙ্গীর সঙ্গে কথা বলতে চান না। এমনকী ফোন, মেসেজের রিপ্লাই পর্যন্ত দেন না। এমন সব ক্ষেত্রে ব্রেকআপ হওয়াটাই স্বাভাবিক।

৫। দেখা না করা-

নতুন সম্পর্কে দেখা করাটা ভীষণ প্রয়োজনীয়। দেখা করার মাধ্যমেই একে অপরকে কাছ থেকে জানা যায়। আর কাছ থেকে পরস্পরকে দেখে নিতে পারলেই সম্পর্ক ভালো হয়। তবে সকলে এই তত্ত্বে বিশ্বাসী নন। তাঁরা দেখা করতে চান না। সেক্ষেত্রে সম্পর্ক ব্রেকআপের দিকে এগোতে থাকে।

সম্পর্কে সমস্যা? সমাধানে পড়ুন আমাদের সম্পর্ক বিভাগের লেখাগুলি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version