Home জীবন যেমন সম্পর্ক ওপেন রিলেশনশিপ রাখতে চায় সঙ্গী? সিদ্ধান্ত নিন এই ৫ টিপসকে অনুসরণ করে...

ওপেন রিলেশনশিপ রাখতে চায় সঙ্গী? সিদ্ধান্ত নিন এই ৫ টিপসকে অনুসরণ করে   

অনেক বছর ধরেই ফেসবুকের স্টেটাস অপশনে ‘ওপেন রিলেশনশিপ’ বলে একটা অপশন দেখা যাচ্ছে। যারা একাধিক সম্পর্কে বিশ্বাস করেন, মূলত তাঁদের কথা ভেবেই তৈরি নতুন এই রিলেশনশিপ স্টেটাস। এঁদের সম্পর্কে কোনও পিছুটান নেই। অধিকারবোধও নেই।

আপনিও কী ওপেন রিলেশনশিপে আছেন? তবে এই সম্পর্কের কোন বিষয়গুলি মাথায় রেখে চলবেন। জেনে নিন।

১। নিজের মনকে প্রশ্ন করুন-


এইবার কিন্তু সিরিয়াস হওয়ার পালা। নিজেকে জিজ্ঞেস করুন, এমন একটা সম্পর্ক কি আপনি সত্যিই চান? ওপেন রিলেশনশিপ থেকে ভবিষ্যতে নানা জটিলতা দেখা দিতে পারে। সেই সব জটিলতার মধ্যে কি যেতে চান আপনি?

২। সময় নিন-

ওপেন রিলেশনশিপের সম্পর্কে যদি সংশয় থাকে, তা হলে সময় নিন। আপনার সঙ্গীকে বলুন আপনার ভাবার জন্য সময় চাই। ভালো করে চিন্তাভাবনা করে তবেই এগোন।

৩। খোলামেলা কথা বলুন-


ওপেন রিলেশনশিপ চালিয়ে যেতে হলে দু’ পক্ষকেই খোলাখুলি কথা বলতে হবে। যাতে ভবিষ্যতে কোনও জটিলতা না দেখা দেয়।

৪। ওপেন রিলেশন মানে কি শুধু যৌনতা-


সব সময় হয়ত সেটা নয়। ওপেন রিলেশনশিপে মনের সম্পর্কও গড়ে উঠতে পারে। উল্টো দিকের পুরুষটির সঙ্গে আপনার কতটা মনের মিল হচ্ছে, সেটা দেখাও দরকার। সময় দিয়ে দেখুন পরিস্থিতি কোন দিকে এগোয়।

৫। একাধিক সঙ্গী-

একটি পুরুষের একাধিক মহিলাসঙ্গী থাকতে পারে ওপেন রিলেশনশিপ সম্পর্কে, তেমন একটি নারীরও একাধিক পুরুষসঙ্গী। এবং সবার কাছেই সেটা ওপেন। লুকনোর কিছু নেই। তাই হারাবার ভয় নেই। একজন গেলে অন্যজন চলে আসে মুহূর্তের মধ্যে। কিন্তু আপনি কি এই রকম সম্পর্কের মধ্যে জড়াতে চান। ভালো করে আগে  নিজে ভাবুন। তারপরে সঠিক সিদ্ধান্ত নিজেই নিন।

সম্পর্কে সমস্যা? সমাধানে দেখুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version